‘ভারত deserved it’—হেডলিকে বলেছিলেন রানা, মার্কিন রিপোর্টে চাঞ্চল্য

কলকাতা: ২০০৮ সালের মুম্বই হামলার নৃশংস স্মৃতি আজও সারা দেশের মনে তাজা। আর এবার সেই হামলার মূল ষড়যন্ত্রকারী তাহিউর রানাকে নিয়ে সামনে এল আরও চাঞ্চল্যকর…

tahawwur rana revelations

কলকাতা: ২০০৮ সালের মুম্বই হামলার নৃশংস স্মৃতি আজও সারা দেশের মনে তাজা। আর এবার সেই হামলার মূল ষড়যন্ত্রকারী তাহিউর রানাকে নিয়ে সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য। আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস জানিয়েছে, ওই হামলায় নিহত ৯ জন লস্কর-ই-তইবা জঙ্গিকে পাকিস্তানের সর্বোচ্চ বীরত্ব পদক ‘নিশান-এ-হায়দার’ দেওয়ার দাবি তুলেছিলেন রানা৷ তার সঙ্গী ডেভিড হেডলির সঙ্গে কথোপকথনের সময় এমনটা উল্লেখ করেছিলেন তিনি৷ (tahawwur rana revelations) 

এই তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের তরফে দেওয়া একটি সরকারি বিবৃতিতে, রানার ভারতের হাতে প্রত্যর্পণ সংক্রান্ত প্রসঙ্গে। আমেরিকার হাতে থাকা ফোনে আড়ি পাতা এক কথোপকথন থেকেই মিলেছে এই প্রমাণ।

“ওরা ওদের প্রাপ্যটাই পেয়েছে”— মন্তব্য রানার tahawwur rana revelations

বিবৃতিতে বলা হয়েছে, হামলার পর রানার মন্তব্য ছিল, “ভারতীয়রা ওদের প্রাপ্যটাই পেয়েছে।” এরপর তিনি হেডলিকে বলেন, “ওরা (লস্করের ৯ জঙ্গি) দেশের জন্য প্রাণ দিয়েছে, ওদের নিশান-এ-হায়দার দেওয়া উচিত।”

উল্লেখ্য, নিশান-এ-হায়দার পাকিস্তানের সর্বোচ্চ বীরত্ব পদক, যা সাধারণত যুদ্ধক্ষেত্রে শহিদ হওয়া সেনা সদস্যদের দেওয়া হয়।

কাসব ছিল একমাত্র জীবিত, বাকিরা নিহত tahawwur rana revelations

২৬/১১-র সেই ভয়াবহ রাতে ১০ জন জঙ্গি মুম্বইয়ের একের পর এক জায়গায় হামলা চালায়—হোটেল, রেলস্টেশন, ক্যাফে—যেখানে প্রাণ হারান ১৬৬ জন। শুধু আজমল কাসব-কেই জীবিত ধরা সম্ভব হয়েছিল, পরে যাকে ২০১২ সালে ফাঁসি দেওয়া হয়।

রানা ছিলেন হামলার ‘সহজসরল মুখ’, আসলে ছিল বড় ভূমিকা
তাহিউর রানা, পাকিস্তানি বংশোদ্ভূত এক কানাডিয়ান নাগরিক, ১৯৯০-এর দশকে কানাডায় পাড়ি দেন। পরবর্তীতে শিকাগোতে ইমিগ্রেশন সংক্রান্ত একটি ব্যবসা শুরু করেন। সেই ব্যবসার আড়ালে, হেডলিকে ভারত সফরের ‘ছদ্ম পরিচয়’ ও সুযোগ করে দিয়েছিলেন রানা নিজেই।

বলা হয়েছে, রানা মুম্বইয়ে তাঁর সংস্থার একটি শাখা খোলার প্রস্তাব দেন এবং হেডলিকে ম্যানেজার পদে নিয়োগ করেন, যদিও হেডলির এই কাজে কোনও দক্ষতা ছিল না। উদ্দেশ্য ছিল—ভারতে ঢুকে হামলার প্রস্তুতির জন্য জায়গা ও পরিকাঠামো গড়ে তোলা।

হামলার অনেক আগেই চলছিল ছক tahawwur rana revelations

Advertisements

আমেরিকার তদন্তে জানা গিয়েছে, হামলার কমপক্ষে দুই বছর আগে থেকেই শিকাগোতে রানা ও হেডলি একাধিকবার মিটিং করেছেন। হেডলি জানাতেন কোথায় কোথায় নজরদারি করছেন, কী তথ্য পাঠাচ্ছেন লস্কর নেতাদের কাছে। রানা সব জানতেন, সহযোগিতাও করতেন।

এমনকি হেডলির ভারতীয় ভিসা পাওয়ার জন্য দু’বার সাহায্য করেন রানা নিজে।

এখন এনআইএ-র হেফাজতে, চলছে জিজ্ঞাসাবাদ tahawwur rana revelations

বর্তমানে তাহিউর রানা রয়েছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (NIA)-র হেফাজতে। সম্প্রতি আমেরিকা থেকে তাকে প্রত্যর্পণ করা হয়েছে। তার বিরুদ্ধে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, খুন, ষড়যন্ত্র এবং ইউএপিএ (UAPA) আইনের আওতায় একাধিক ধারায় মামলা রুজু করেছে NIA।

জানা গেছে, রানাকে জিজ্ঞাসাবাদ করে মুম্বই হামলার পিছনে থাকা গভীর ষড়যন্ত্র ও পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-র ভূমিকা আরও স্পষ্টভাবে জানতে চায় তদন্তকারীরা।

হেডলি এখন জেলে, রানা হতে পারে বড় সূত্র tahawwur rana revelations

ডেভিড হেডলি ইতিমধ্যেই আমেরিকায় ৩৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত। সে নিজেই স্বীকার করেছে, পাকিস্তানে গিয়ে লস্করের কাছ থেকে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে এবং মুম্বই হামলার পরিকল্পনায় ছিল সরাসরি যুক্ত।

হেডলির সঙ্গে রানার সম্পর্ক, এবং তার মাধ্যমে ভারতীয় ভূখণ্ডে সন্ত্রাস ছড়ানোর যে চক্রান্ত চলেছিল, তা এবার ভারতের হাতে স্পষ্টভাবে উঠে আসতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা।