HomeUncategorizedSuvendu Adhikari: পাপ ধুয়ে শীঘ্রই দলবদলের চিঠি দেবেন শুভেন্দু, জানালেন কুণাল

Suvendu Adhikari: পাপ ধুয়ে শীঘ্রই দলবদলের চিঠি দেবেন শুভেন্দু, জানালেন কুণাল

ক্রমে জমি হারাচ্ছেন একদা মমতার নির্ভরযোগ্য রাজনৈতিক সঙ্গী

- Advertisement -

রাষ্ট্রপতি নির্বাচনে এবারে বিজেপির প্রার্থী দ্রৌপদী মুর্মু৷ তাঁর প্রচারে এবার তৃণমূল সাংসদদের দলীয় প্যাডে চিঠি দিতে শুরু করেছেন বিজেপি নেতারা। একবারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীদের (Suvendu Adhikari) নামে চিঠি চলে গেল তৃণমূল কংগ্রেস সাংসদদের কাছে৷ তা নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।

তিনি বলেন, প্রার্থী নিজে অন্য দলের সদস্যদের কাছে ভোটের জন্য আবেদন জানাতেই পারেন৷ কিন্তু বিজেপির রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা চিঠি দিচ্ছেন। এটা দেখে মনে হচ্ছে বিজেপির অন্দরে সমস্যা চলছে। এখানে বিরোধী দলনেতার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। একইসঙ্গে তাঁর প্রশ্ন, বিষয়টি সর্বভারতীয় অথচ সেখানে সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের সই নেই কেন?

   

এরপরেই তিনি বলেন, বিজেপির যদি জয় নিশ্চিত হয়, তাহলে তৃণমূলকে প্রয়োজন হচ্ছে কেন? তৃণমূলের কাছে ভোট চাওয়া মানে হাতে পাতা৷ নিজেদের ভোটারদের ওপর আস্থা নেই। তাই তৃণমূলের কাছে হাত পাতছে। আসলে শুভেন্দু অধিকারী পুরনো দলে ফেরার জন্য মহড়া দিচ্ছে৷ তৃণমূল নেতাদের কাছে চিঠি লিখে তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন৷

তৃণমূলের রাজ্য সম্পাদকের কথায়, পাপ করেছি। ভুল হয়েছে৷ নীচে লেখা থাকবে তৃণমূল নেতাদের নাম৷ সই এক থাকবে। কিন্তু চিঠির বয়ানটা বদলে যাবে। সেই মহড়া দিচ্ছেন শুভেন্দু৷

পড়ুন: শুভেন্দুর জেলাতেই বিজেপিতে বিরাট ভাঙন হবে, বার্তা মন্ত্রী অখিল গিরির

এমনিতেই বিজেপি নেতাদের চিঠি নিয়ে বেড়েছে রাজ্য রাজনীতির পারদ। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, বিজেপি নেতারা যে চিঠি দিয়েছেন, তাতে আবেদনের ভঙ্গি যথাযথ নয়। তাঁদের কার্যত দাবি, যে রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মু জয়ী হতে চলেছেন, তাই তাঁকে সমর্থন করুন। যে বিষয়টি সমর্থনযোগ্য নয়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular