চূড়ান্ত হল সুপার কাপের সেমিফাইনাল ও ফাইনালের তারিখ

super-cup-2025-semifinal-final-dates-fixtures-goa-stadium

অক্টোবর মাসের শেষের দিক থেকেই শুরু হয়েছে দেশের সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপ (Super Cup 2025)। যেখানে প্রথম থেকেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে এসেছে আইএসএলের পাশাপাশি আইলিগের দল গুলি। ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গিয়েছে এই ফুটবল টুর্নামেন্ট। যেখানে আপাতত চূড়ান্ত হয়ে গিয়েছে সেমিফাইনালে স্থান পাওয়া দুই ফুটবল দলের নাম। যাদের মধ্যে রয়েছে মানোলো মার্কুয়েজের এফসি গোয়া এবং অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গল। এবার অন্যান্য দল গুলির দিকে নজর রয়েছে সকলের। যার মধ্যে গ্ৰুপ ‘ডি’ এর মধ্যে সেমিফাইনালে যাওয়ার অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছে কেরালা ব্লাস্টার্স এবং মুম্বাই সিটি এফসি।

এছাড়াও গ্ৰুপ ‘সি’ থেকে সেমিফাইনালে যোগ্যতা অর্জন করার অন্যতম দাবিদার হিসেবে রয়েছে শক্তিশালী বেঙ্গালুরু এফসি এবং পাঞ্জাব এফসি। আজ কিছুক্ষণের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে সেমিফাইনালে যোগ্যতা অর্জনকারী দলের নাম। কিন্তু কবে আয়োজিত হতে পারে সুপার কাপের দুই সেমিফাইনাল? বিগত কয়েকদিন সেই নিয়ে ব্যাপক ধোঁয়াশা দেখা দিয়েছিল ফুটবলপ্রেমীদের মধ্যে। বিভিন্ন মাধ্যম সূত্রে জানা গিয়েছিল যে সব ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষের দিকে অর্থাৎ ২৯ থেকে ৩০শে নভেম্বরের দিকে হয়তো গোয়ার বুকেই আয়োজিত হবে এই সর্বভারতীয় কাপ টুর্নামেন্টের দুইটি সেমিফাইনাল।

   

তবে সেক্ষেত্রে বেশকিছুটা বদল আসলো এবার। জানা গিয়েছে, সব ঠিকঠাক থাকলে আগামী ৪ঠা ডিসেম্বরের মধ্যেই আয়োজিত হয়ে যাবে এবারের সুপার কাপের সেমিফাইনাল ম্যাচ। তারপর সব ঠিকঠাক থাকলে আগামী ৭ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে সুপার কাপের ফাইনাল। অর্থাৎ বেশকিছু দিনের বদল ঘটল এবার। এছাড়াও একটা সময় শোনা যাচ্ছিল যে নিজেদের শহরে অর্থাৎ সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে নাকি সুপার কাপের সেমিফাইনাল খেলবে ইস্টবেঙ্গল। তবে সেই সম্ভাবনা কার্যত ধূলিসাৎ করে দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

যারফলে গোয়ার জওহরলাল নেহরু ফতোরদা স্টেডিয়ামের বুকেই আয়োজিত হতে চলেছে টুর্নামেন্টের এই গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচ। এখন সেদিকেই নজর থাকতে চলেছে সকল ফুটবলপ্রেমীদের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন