সুপার কাপ ২০২৫ (Super Cup 2025) এর সূচি ঘোষণা হয়ে গেছে। প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) প্রতিপক্ষ ঠিক না হলেও, গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের (East Bengal) প্রতিপক্ষের নাম ঘোষণা হয়েছে কেরল ব্লাস্টার্স (Kerala Blasters)। কারণ গত মরসুমে আইএসএল-এর প্লে-অফে না পৌঁছানো এবং এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালেও ব্যর্থতার পর, কোচ অস্কার ব্রুজো (Oscar Brujon) সুপার কাপকেই এখন পাখির চোখ করেছেন।
এএফসি চ্যালেঞ্জ লিগের অভিযান শেষ করে বৃহস্পতিবার রাতে কলকাতায় ফিরেছে ইস্টবেঙ্গল। আপাতত কোচ অস্কার ব্রুজো ফুটবলারদের কিছুদিন বিশ্রাম দিয়েছেন। বেশিরভাগ বিদেশি ফুটবলার দেশে ফিরে গিয়েছেন। তবে ক্লেটন সিলভা ও মেসি বাউলি এখনও কলকাতায় রয়েছেন। ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে সুপার কাপ, যেখানে ১৩টি আইএসএল দল এবং ৩টি আই লিগ দল অংশগ্রহণ করবে।
গতবারের সুপার কাপের ফাইনালে ওড়িশা এফসি-কে ৩-২ গোলে পরাজিত করে ট্রফি জিতেছিল ইস্টবেঙ্গল। এই জয় ছিল ১২ বছর পর সর্বভারতীয় ট্রফি জেতার খরা কাটানোর সাফল্য। উচ্ছ্বাসে মেতে উঠেছিল সমর্থকরা এবং ফুটবলাররা। এবারেও ইস্টবেঙ্গল মাঠে নামবে এবং সমর্থকরা আশায় বুক বাঁধছেন, বিশেষ করে এমন একটি মরসুমে যেখানে তারা এখনও কোনো ট্রফি জিততে পারেনি।
পাশাপাশি ইস্টবেঙ্গলের (East Bengal) নতুন সহকারি কোচ হিসেবে যোগ দিতে চলেছেন থংবোই সিংটো (Thangboi Singto). তবে কার জায়গায় এখনো স্পষ্ট নয়। বিনো জর্জ সিনিয়র দলের সহকারি কোচ হিসেবে থাকবেন, তবে থংবোই সিংটো ক্লাবের রিজার্ভ দলের দায়িত্বে থাকবেন। এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে এখনও স্পষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি। থংবোই সিংটো একজন অভিজ্ঞ কোচ। ফুটবল বিশ্বে তার অভিজ্ঞতা এবং দক্ষতা ইস্টবেঙ্গলের জন্য অনেক উপকারে আসবে, বিশেষত যদি তারা নতুন প্রতিভা খুঁজে বের করতে সক্ষম হয়।
আইএসএল, এএফসি এখন অতীত। সুপার কাপ দিয়ে খারাপ পারফরম্যান্সের খরা কাটাতে পারবে ইস্টবেঙ্গল? কোচ অস্কার ব্রুজো কি আবারও গত বছরের মতো একই সাফল্য অর্জন করতে পারবেন, নাকি প্রতিপক্ষের শক্তির কাছে হারতে হবে? সব প্রশ্নের উত্তর দেবে মাঠের লড়াই।