মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) খেল দিবসের কথা ঘোষণার পর থেকেই রাজ্যের একাধিক জায়গায় বিজেপির কর্মীদের ওপর হামলার অভিযোগ আসছে। মঙ্গলবার রাজভবনে গিয়ে ক্ষোভ জানালেন বিজেপি রাজ্য সভাপতিসুকান্ত মজুমদার। তিনি বলেন, প্রশাসনের সহযোগিতা ছাড়া গোরু ও কয়লা পাচার সম্ভব নয়। মুখ্যমন্ত্রী জড়িত থাকলে ওঁর বাড়িতেও যাবে ED-CBI
সুকান্ত বলেন, যেভাবে একের পর এক মন্ত্রী, তৃণমূলের নেতারা চুরি, গোরু পাচার এবং বেআইনি টাকা রাখার দায়ে ধরা পড়ছেন, তাতে আগামী দিনে হয়ত আরও বাড়বে। গণতান্ত্রিক ভাবে তৃণমূল সম্পূর্ণ ব্যাকফুটে। বাংলার বাসে, ট্রামে চোর চোর শব্দ শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে হিংসাই একমাত্র আশ্রয় তৃণমূলের। গণতান্ত্রিক ভাবে লড়তে না পেরে, আদর্শের লড়াইয়ে পেরে উঠতে না পেরে, পুলিশকে সামনে রেখে এই কাজ করার চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর পথে নেমে প্রতিবাদ করতে দেখা গেছে বিজেপির। এরপরেও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে নীচু স্তরের কর্মীরাও বিরোধী পক্ষের ওপর আক্রমণ শানিয়েছে বলে অভিযোগ।