Srilanka Navy : শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে গ্রেফতার একাধিক ভারতীয় মৎস্যজীবী

Srilanka Navy

শ্রীলঙ্কার নৌবাহিনীর (Srilanka Navy) হাতে গ্রেফতার হলেন একাধিক ভারতীয় মৎস্যজীবী। জানা গিয়েছে, শ্রীলঙ্কার নৌবাহিনী রবিবার ছয় জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছে এবং দ্বীপরাষ্ট্রের জলসীমায় চোরাশিকারের অভিযোগে তাদের মাছ ধরার ট্রলারগুলি বাজেয়াপ্ত করেছে।

Advertisements

এক মাসের মধ্যে এটি এ ধরনের দ্বিতীয় ঘটনা। এক সরকারি বিবৃতিতে শ্রীলঙ্কার নৌবাহিনী জানিয়েছে, শনিবার মান্নার দ্বীপের উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত তালাইমান্নার নামক একটি বসতি থেকে মৎস্যজীবীদের গ্রেফতার করা হয়।

তালাইমন্নারে নৌ হেফাজতে থাকা জেলেদের মান্নারের মৎস্য পরিদর্শকের কাছে হস্তান্তর করা হবে। গত ২২ শে আগস্ট শ্রীলঙ্কার জলসীমায় চোরাশিকারের অভিযোগে ১০ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়।

Advertisements

‘Palk Strait’, যা শ্রীলঙ্কা থেকে তামিলনাড়ুকে পৃথক করে এমন একটি সংকীর্ণ জল, উভয় দেশের জেলেদের জন্য একটি সমৃদ্ধ মাছ ধরার ক্ষেত্র। আন্তর্জাতিক সামুদ্রিক সীমানা রেখা অতিক্রম করে শ্রীলঙ্কার জলসীমায় মাছ ধরার অভিযোগে ভারতীয় মৎস্যজীবীদের কর্তৃপক্ষ কর্তৃক আটক করার ঘটনাক্রমাগত ঘটেছে।