আসন্ন মরশুমে রাউন্ড গ্লাস পঞ্জাবের হয়ে খেলবেন ইস্টবেঙ্গলের বিদেশি তারকা ফুটবলার

রাউন্ড গ্লাস পঞ্জাব দলে সই করলেন স্প‍্যানিশ উইংগার হুয়ান মেরা (Juan Mera)। বছর ২৮ এর এই ফুটবলার ২০১৯-২০ মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলেন , ১৬ ম‍্যাচ…

Spanish winger Juan Mera

short-samachar

রাউন্ড গ্লাস পঞ্জাব দলে সই করলেন স্প‍্যানিশ উইংগার হুয়ান মেরা (Juan Mera)। বছর ২৮ এর এই ফুটবলার ২০১৯-২০ মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলেন , ১৬ ম‍্যাচ খেলে ২ টি গোল’ও করেছিলেন।শেষ মরশুমে নেরোকা এফসি’তে খেলেছিলেন তিনি।করেছিলেন ১০ টা গোল,গোল করিয়েছিলেন ২ টি।একবছরের চুক্তিতে তিনি পঞ্জাবের দলে যোগ দিলেন, চুক্তি আরও এক বছর বাড়ানোর সুযোগ আছে।

   

স্পেনের গিয়নে বড়ো হয়ে ওঠা এই ফুটবলার তার কেরিয়ার শুরু করেছিলেন স্পোর্টিং গিয়নের বি দলের হয়ে ২০১০-১১ মরশুমে।২০১৬-১৭ মরশুমে সিনিয়র দলে সুযোগ করে নিয়েছিলেন ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স দিয়ে।এছাড়াও স্পেনের সেল্টা ভিগো’র বি দলের হয়েও খেলেছেন তিনি।লাল হলুদেই হাত ধরেই তার ভারতের মাটিতে অভিষেক।