আজ অর্থাৎ একুশে জুলাই ইমামি এবং ইস্টবেঙ্গলের (East Bengal ) মধ্যে চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অনেকে মনে করছেন। এই পরিস্থিতিতে সমর্থকদের একটাই প্রশ্ন, দলগঠন কীরকম হচ্ছে দল এবং নতুন ভারতীয় ফুটবলার হিসেবে কাদের নিতে চলেছে ইস্টবেঙ্গল?
কিছু প্রশ্নের উত্তর হয়তো আসতে আসতে পাওয়া যাচ্ছে। অভিজ্ঞ ভারতীয় ফুটবলারদের দলে নিতে আগ্রহী ইমামী ইস্টবেঙ্গল । পাশাপাশি তরুণ ভারতীয়দের উপর ও আগ্রহ দেখাচ্ছে তারা । এই পরিস্থিতিতে এটিকে মোহনবাগানের অন্যতম মাঝমাঠের ফুটবলারকে দলে নিতে ইস্টবেঙ্গল চেষ্টা চালাচ্ছে বলে কেউ কেউ মনে করছেন ।
এটিকে মোহন বাগানের সঙ্গে দীপকের ১ বছরে চুক্তি শেষ হয়ে গেছে। পুনরায় চুক্তির নবীকরণ এখনো পর্যন্ত হয়নি বলেই খবর। এই সুযোগকে কাজে লাগিয়ে ইস্টবেঙ্গলের বড় অংকের প্রস্তাবের খবর দল বদলের বাজার গরম করার জন্য যথেষ্ট । এই ডিফেন্সিভ ভারতীয় মিডফিল্ডার আইএসএলের জার্নি স্টার্ট করেছিলেন দক্ষিণের দল চেন্নাই এফসিকে দিয়ে । কিন্তু সেখানে তিনি তেমন সাফল্য পাননি । এদিকে এটিকে মোহনবাগানে দীপক টাংরি অনেক পরিণত । মোহন বাগানের হয়ে দুটো গোল রয়েছে তার ।
এই ভারতীয় ফুটবলার পেতে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বদ্ধপরিকর বলে সূত্রের খবর। সেই মতো তার ও তার এজেন্টের সঙ্গে নাকি কথাবার্তাও চলছে। সবকিছু ঠিক থাকলে চুক্তিপত্রের সই হওয়ার পরে হয়তো ইস্টবেঙ্গলে আসতে পারে । এদিকে এটিকে মোহনবাগান তরফ থেকে এখনো পর্যন্ত তাকে ছেড়ে দেওয়ার বা তাকে দলে রাখার কোনটার ব্যাপারে স্পষ্ট বিজ্ঞপ্তি জারি করেনি। কিন্তু সূত্র মারফত জানা গেছে, মোহনবাগান দীপককে অফার করেছে ।