বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) কি রাজনীতিতে আসছেন? শুক্রবার অমিত শাহের বাড়িতে নৈশ্যভোজের পর সৌরভকে ঘিরে জল্পনা বাড়তে শুরু করেছে। শনিবার সেই প্রশ্নের জবাবে সৌরভ জায়া ডোনা বলেন, রাজণিতিতে সৌরভ আসবেন কি না সেটা সৌরভ নিজেই বলতে পারবেন। তবে তিনি রাজনীতিতে এলে ভালোই হবে।
শুক্রবার সৌরভের বাড়িতে নৈশভোজে অমিত শাহের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্যসভার সাংসদ স্বপন মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব। কিন্তু ছিলেন না বিজেপি সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এ নিয়েও চর্চা প্রবল।
নৈশভোজের আমন্ত্রণে সৌরভ ও অমিত শাহর মধ্যে কোনও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে? এর উত্তরে ডোনা গঙ্গোপাধ্যায় বলেন, রাজনৈতিক কোনও বিষয় নিয়ে আলোচনা হয়নি। তবে ওই দিন অমিত শাহের সঙ্গে বিজেপি নেতারা উপস্থিত থাকার কথা ছিল।
বৃহস্পতিবার দুই দিনের কর্মসূচিতে কলকাতায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার রাত আটটা নাগাদ সৌরভের বাড়িতে উপস্থিত হন অমিত শাহ। আড্ডার পর চলে রাজকীয় নৈশভোজ। যা ঘিরে রাজনৈতিক মহলে অঙ্ক কষাকষি শুরু হয়েছিল। কিন্তু পরে জানা যায় সৌরভের সঙ্গে নিজেই দেখা করতে চেয়েছেন অমিত শাহ।
এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে জানিয়েছেন সৌরভ। তিনি বলেছেন, অমিত শাহের ২০০৮ সাল থেকে পরিচয়। পরে অবশ্য সেই পরিচয় বাড়তে শুরু করে। এখন অমিত শাহের ছেলে জয় শাহর সঙ্গে কাজ করেছেন তিনি।