Monday, December 8, 2025
HomeUncategorizedTravel: পাখিপাহাড়, ঝরনা, লেক, ড্যাম সব মিলিয়ে পর্যটকদের স্বর্গ

Travel: পাখিপাহাড়, ঝরনা, লেক, ড্যাম সব মিলিয়ে পর্যটকদের স্বর্গ

- Advertisement -

হাওড়া থেকে রাতের ট্রেনে চাপলেই পরদিন ভোরে বরাভুম। পুরুলিয়ার প্রান্তিক স্টেশন। প্রায় ২০ কিমি লালমাটির পথ চলার সঙ্গী মাঠা রেঞ্জ। পাহাড় চড়ার প্রথম পাঠ এখানেই পড়তে হয়। বাঙালির মাউন্টেনিয়ারিংয়ের প্রাথমিক স্বপ্ন এখানে পূরণ হয়। এরপর ডানদিকে পাখি পাহাড়ের নাম মুড়রাবুরু। এবার দুয়ারসিনির মোড় এরিয়ে চলে আসুন বাঘমুন্ডি এখান থেকেই দেখে নিতে পারেন। ঝরনা, পাহাড়, প্রাকৃতিক দেখার আদর্শ জায়গা। তুরগা ফলস, বামনি ফলস, তারপানিয়া লেক আপার এবং লোয়ার ড্যাম দেখে ফিরে আসুন হোটেলে। নদীর টাটকা মাছ, তাজা সবজি, ডাল সহযোগে ভাত অপূর্ব! জ্যোৎস্নাভরা রাতে দ্রিমি দ্রিমি তালে আদিবাসীরা মেতে ওঠে নাচে। তালে তালে আপনিও মেতে উঠতে পারে। পরদিন চড়িদা গ্রামকে পাস কাটিয়ে গ্রামজীবনের রোজনামচা দেখতে দেখতে চলে আসুন কয়রাবেড়া ড্যাম দেখতে। পাহড়ঘেরা নিঝুম প্রকৃতি প্রাণ-মন জুড়িবে দেবে।

কীভাবে যাবেন: আদ্রা-চক্রধরপুর প্যাসেঞ্জার ধরে বরাভুম। হোটেলে আগে বলে রাখলে স্টেশনে গাড়ি পাঠানো হয়। এছাড়া স্টেশনের বাইরে থেকে জিপ আ অটো ভাড়া করতে পারেন।

   

কোথায় থাকবেন: সোনাকুপি বানজারা ক্যাম্প (৯২৩১৫৮১১৭৭) এখানে আপনাকে টেন্টে থাকতে হবে। ছৌবুরু হোম স্টে (৯০৬৮৩২২৪১৫)

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular