Travel: মন মাতানো শিবখোলা

দু-চার দিনের জন্য ছুটিতে অবসর যাপনের সু্ন্দর এক ঠিকানা। শিবখোলা নদীর ধারে তরাই উপত্যকার এক চমৎকার জায়গা শিবখোলা। নরবুং চা-বাগানের সঙ্গী করে রাস্তা চলে গিয়েছে।…

shivakhola-travel-story

দু-চার দিনের জন্য ছুটিতে অবসর যাপনের সু্ন্দর এক ঠিকানা। শিবখোলা নদীর ধারে তরাই উপত্যকার এক চমৎকার জায়গা শিবখোলা। নরবুং চা-বাগানের সঙ্গী করে রাস্তা চলে গিয়েছে। তার সৌন্দর্য ফিরে দেখতে হয়। পথ শেষ হলে ঘাসজমির সবুজমন কেড়ে নেয়। নদীর চরটিও বেশ সুন্দর। ওপারে মহানন্দা জঙ্গল আর বিশ ঘরের গ্রাম। নদীর বাঁকটি বড়োই মনোরম।

Advertisements

এখান থেকে মাত্র ১৫ কিমি দূরে মালদিরাম সানরাইজ পয়েন্ট। কুয়াশা মাখা, শিশির ভেজা পাহাড়ি পথে যেতে যেতে মনে হবে এ যেন মন-হারানো জায়গা। পুব আকাশ রাঙিয়ে সূর্যদেব যখন উঠবেন, তখন মায়াময় হয়ে ওঠে চারিদিক। দু’চোখ ভরে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। বার্ড ওয়াচিং যাঁদের নেশা, তাঁদের কাছে স্বর্গ এই শিবখোলা। বহু প্রজাতির পাখি আসে এখানে। আপনি দেখতে পাবেন কমলালেবুর বাগান।

   

কীভাবে যাবেন: শিয়ালদহ থেকে দার্জিলিং মেল, উত্তরবঙ্গ, কাঞ্চনকন্যা, পদাতিক, তিস্তা, তোর্সা ধরে এন জে পি। এর মধ্যে কাঞ্চনকন্যা আর উত্তরবঙ্গ সরাসরি শিলিগুড়ি যায়। শিলিগুড়ি থেকে শিবখোলা দূরত্ব ৩০ কিমি। এছাড়া আপনি টয়ট্রেনেও যেতে পারেন। নামতে হবে রংটং। গাড়িতে ১০ কিমি।

কোথায় থাকবেন: অ্যাডভেঞ্চার ক্যাম্প। থাকা-খাওয়া মাথা পিছু ১৫০০ টাকা। যোগাযোগ বিপ্লব দে-৯৭৩৩৪৫৪৭৭৯