জার্মান ক্লাব যোগ দিচ্ছেন সন্দেশ ঝিঙ্গান! জানুন সত্যিটা

ফের বিদেশের ক্লাবে যোগ দিতে পারেন সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan)। সম্প্রতি জল্পনা শুরু হয়েছে এমনটাই। সূত্রের খবর অনুযায়ী জার্মানির একটি তৃতীয় সারির ক্লাবে পরবর্তী মরশুমে…

Sandesh Jhingan

ফের বিদেশের ক্লাবে যোগ দিতে পারেন সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan)। সম্প্রতি জল্পনা শুরু হয়েছে এমনটাই। সূত্রের খবর অনুযায়ী জার্মানির একটি তৃতীয় সারির ক্লাবে পরবর্তী মরশুমে খেলতে পারেন ভারতের এই তারকা ডিফেন্ডার এমনটাই জোর জল্পনা।

জার্মান ক্লাব যোগ দিচ্ছেন সন্দেশ ঝিঙ্গান! জানুন সত্যিটা

যদিও স্বয়ং সন্দেশ এবিষয়ে কিছুই জানায়নি‌। এই ভারতীয় তারকা’র বিদেশি ক্লাবের প্রতি দুর্বলতা নতুন কিছু নয়। বরাবর ইউরোপের ক্লাবে খেলাটাই স্বপ্ন ছিলো সন্দেশের।এটিকে মোহনবাগানে খেলতে আসার আগে ক্রোয়েশিয়ার সিবেনিক ক্লাবে ছিলেন তিনি,যদিও সেখানে একটিও ম‍্যাচে খেলার সুযোগ পাননি।

Advertisements

sandesh jhingan

এর আগে আমরা জানিয়েছিলাম এই দলবদলের বাজারে তার ক্লাব ছাড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কারণ এখন যদি সন্দেশ বিদেশে কোনও ক্লাবে খেলতে যান, তাহলে সেখানে গেমটাইম পাবেন কিনা সেটা স্পষ্ট নয়। এদিকে সামনের বছর এএফসি কাপের মূল পর্বে খেলবে ভারতীয় দল। তার আগে নিশ্চিত ভাবে বলা চলে সন্দেশ চাইবেন বেশি পরিমাণে ম‍্যাচ খেলে নিজেকে তৈরী রাখতে। তাই এবার তার কোনও বিদেশি ক্লাবে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।