এইমুহুর্তে দলবদলের মরশুমে একের পর এক চমক দিয়েই চলেছে বিভিন্ন ক্লাব গুলো। এরমাঝে জল্পনা এখন তুঙ্গে যে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ছাড়তে পারেন সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan)। এই ভারতীয় তারকা’র বিদেশি ক্লাবের প্রতি দুর্বলতা নতুন কিছু নয়।
বরাবর ইউরোপের ক্লাবে খেলাটাই স্বপ্ন ছিলো সন্দেশের। এটিকে মোহনবাগানে খেলতে আসার আগে ক্রোয়েশিয়ার সিবেনিক ক্লাবে ছিলেন তিনি৷ যদিও সেখানে একটিও ম্যাচে খেলার সুযোগ পাননি। যদিও এই দলবদলের বাজারে তার ক্লাব ছাড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
কারণ এখন যদি সন্দেশ বিদেশে কোনও ক্লাবে খেলতে যান, তাহলে সেখানে গেমটাইম পাবেন কিনা সেটা স্পষ্ট নয়। এদিকে সামনের বছর এএফসি কাপের মূল পর্বে খেলবে ভারতীয় দল। তার আগে নিশ্চিত ভাবে বলা চলে সন্দেশ চাইবেন বেশি পরিমাণে ম্যাচ খেলে নিজেকে তৈরী রাখতে। তাই এবার তার কোনও বিদেশি ক্লাবে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।