Ukraine War: ২০ জনকে দিয়ে গর্ভবতীকে গণধর্ষণের হুমকি রুশ সেনার

আড়াই মাসের বেশি সময় ধরে ইউক্রেনে (Ukraine War) লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এদিকে যত সময় এগোচ্ছে ততই যেন অত্যাচারে মাত্রা ছাড়াচ্ছে রাশিয়া। রুশ সেনার…

Ukraine War: ২০ জনকে দিয়ে গর্ভবতীকে গণধর্ষণের হুমকি রুশ সেনার

আড়াই মাসের বেশি সময় ধরে ইউক্রেনে (Ukraine War) লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এদিকে যত সময় এগোচ্ছে ততই যেন অত্যাচারে মাত্রা ছাড়াচ্ছে রাশিয়া। রুশ সেনার কব্জায় রয়েছে ইউক্রেনের খেরসন গ্রাম। সেখানে এক এক গর্ভবতীকে ধর্ষণ করার আগে এক নক্ক্যারজনক প্রস্তাব দেয় মদ্যপ রাশিয়ান সৈনিক।

নির্যাতিতা জানিয়েছে যে ওই রুশ সৈনিক ধর্ষণের আগে বলেছিল যে হয় সে তার প্রস্তাবে রাজি না হলে আরও ২০ জন পুরুষকে ঘরে নিয়ে আসা হবে। ওই মেয়েটি ৬ মাসের গর্ভবতী।মেয়েটিকে ওই রাশিয়ান সৈনিক মেয়েটিকে প্রাণে মেরে ফেলার দেয়।

   

ওই ইউক্রেনীয় ও তার পরিবার বোমা হামলার হাত থেকে বাঁচতে তাদের বাড়ির বেসমেন্টে আশ্রয় নিয়েছিল। সন্ধ্যার সময় যখন তারা বাচ্চাদের খাওয়ার জন্য বাইরে নিয়ে যায়, তখন মাতাল সৈনিকটি তাদের দেখতে পায়।

Advertisements

ইউক্রেনীয়র দাবি রুশ সেনা জানতে চেয়েছিল ওই ঘরে থাকা শিশুদের বয়স কত। ১২ ও ১৪ বছর বয়সী দুটি মেয়ে ছিল এবং আমার বয়স ছিল ১৬ বছর। সে প্রথমে আমার মাকে ডাকল কিন্তু তাকে দ্রুত ছেড়ে দিল এবং তারপর আমাকে ডাকল। আমি গেলে তিনি আমার দিকে চিৎকার শুরু করেন এবং আমাকে পোশাক খুলতে বলেন। আমি যখন না বললাম, তখন তিনি বললেন, আমি যদি তার প্রস্তাবে রাজি না হই তাহলে আরও ২০ জন লোক নিয়ে আসবে।

ইউক্রেনীয় গর্ভবতী আরও জানান, ধর্ষণের পর আমার শ্বাসরোধ করার চেষ্টা করেছিল। আমার শুধু এটাই মনে আছে তার নীল চোখ ছিল, কিন্তু জায়গাটি এতটাই অন্ধকার ছিল যে এছাড়া আমি আর কিছুই দেখতে পারিনি।