Ukraine War: ইউক্রেনের ডনবাসে রুশ সেনার হামলা, ফের গণহত্যার আশঙ্কা

ইউক্রেনের (Ukraine War) দক্ষিণ ও পূর্বাঞ্চলে রুশ হামলা জোরদার করায় ওইসব এলাকা ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ। বাড়ছে নিহতের সংখ্যা। ডনবাস থেকে পালানোর চেষ্টায় থাকা…

Ukraine War: ইউক্রেনের ডনবাসে রুশ সেনার হামলা, ফের গণহত্যার আশঙ্কা

ইউক্রেনের (Ukraine War) দক্ষিণ ও পূর্বাঞ্চলে রুশ হামলা জোরদার করায় ওইসব এলাকা ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ। বাড়ছে নিহতের সংখ্যা।

ডনবাস থেকে পালানোর চেষ্টায় থাকা মানুষজন দিনের পর দিন উত্তরের ক্রামাতোরস্ক কেন্দ্রীয় স্টেশনে ভিড় জমাচ্ছেন। অনেকেই পেছনে ফেলে যাওয়া প্রিয়জনদের বিদায় জানাচ্ছেন। কারণ, রুশ সেনা গণহত্যা চালাবে তারা ধরেই নিয়েছেন। এর আগে ইউক্রেনের বুচা শহরে গণহত্যা চালিয়েছে রাশিয়া।

ডনবাসের মতো লুহানস্ক অঞ্চল থেকে মানুষজনকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে ইউক্রেন কর্তৃপক্ষ। রুশ বাহিনী পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের নগরীগুলোতে অবিরাম বোমাবর্ষণ করে যাচ্ছে। ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম নগরী খারকিভে রাতভর তুমুল গোলাবর্ষণ হয়েছে। লুহানস্ক এবং দোনেৎস্ক অঞ্চলেও আরও গোলা হামলা হচ্ছে।

Advertisements

ইউক্রেনের সেনা বাহিনীর জেনারেল স্টাফের মতে, রাশিয়া ইউক্রেনের সেনা অবস্থানগুলোসহ পূর্বাঞ্চলের লুহানস্ক এবং দোনেৎস্ক অঞ্চলের বরিভস্ক, নোভোলুহান্সকে, সোলোদকে, মারিঙ্কা ও জোলোটা নিভার স্থানীয় বাড়ি ঘরকে হামলার নিশানা করেছে।

বিবিসির খবর, রুশ বাহিনী ‍পুরো ডনবাস নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ইউক্রেন বাহিনীকে ঘিরে ফেলার চেষ্টা করছে। দোনেৎস্ক এবং লুহানস্ক নিয়ে এই অঞ্চল গঠিত। এই অঞ্চলগুলি রুশভাষী এলাকা। এই এলাকা রাশিয়া তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। তৈরি করেছে স্থানীয় সরকার।