HomeUncategorizedRussia Ukraine War: ইউক্রেনে ৩৬ ঘন্টার যুদ্ধবিরতির ঘোষণা পুতিনের

Russia Ukraine War: ইউক্রেনে ৩৬ ঘন্টার যুদ্ধবিরতির ঘোষণা পুতিনের

- Advertisement -

ভ্লাদিমির পুতিন ইউক্রেনে দুই দিনের যুদ্ধবিরতির (Russia Ukraine War) নির্দেশ দিয়েছেন। তথ্য অনুযায়ী, আগামীকাল, শুক্রবার থেকে দুদিনের যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন পুতিন। এই যুদ্ধবিরতি কার্যকর হবে ৬ ও ৭ জানুয়ারি।

তথ্য অনুযায়ী, পুতিন ইউক্রেনের সঙ্গে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। অর্থোডক্স বড়দিনকে সামনে রেখে এই আদেশ জারি করা হয়েছে। আসলে, রাশিয়ার অর্থোডক্স চার্চের প্রধান পুতিনের কাছে আবেদন করেছিলেন। এ র পরই এই ঘোষণা দিয়েছেন পুতিন। তবে ইউক্রেন এটিকে প্রতারণা বলে অভিহিত করেছে।

   

ক্রেমলিন থেকে বলা হয়েছে, পুতিন ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন। ৬ জানুয়ারি দুপুর ১২টায় যুদ্ধবিরতি শুরু হবে। রাশিয়া এবং ইউক্রেনে বসবাসকারী একটি বড় অংশ ৬-৭ জানুয়ারী ক্রিসমাস উদযাপন করে।

২৪ ফেব্রুয়ারি রাশিয়া তার প্রতিবেশী দেশ ইউক্রেন আক্রমণ করে। প্রায় ১০ মাসে এই যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেছে। বাস্তুচ্যুত হতে হয়েছে লাখ লাখ মানুষকে। ভারতসহ অনেক দেশ রাশিয়া ও ইউক্রেন উভয়ের কাছেই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আবেদন জানিয়েছে।

- Advertisement -
online desk
online desk
Get Bengali news updates, Bengali News Headlines , Latest Bangla Khabar, Bengali News from Kolkata
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular