Ukraine Crisis: কৃষ্ণসাগরে ভয়ের মেঘ, ‘বন্ধুরা পালাচ্ছে’ গজরাচ্ছে রুশ সেনা

কৃষ্ণসাগরের ভয়ের মেঘ ঘনিয়েছে। ইংল্যান্ডের পর কানাডা তাদের সেনা সরিয়ে নিল। আর মার্কিন যুক্তরাষ্ট্র  ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে সরাল তাদের দূতাবাস। ইউক্রেন সংকট আরও তীব্র।…

কৃষ্ণসাগরের ভয়ের মেঘ ঘনিয়েছে। ইংল্যান্ডের পর কানাডা তাদের সেনা সরিয়ে নিল। আর মার্কিন যুক্তরাষ্ট্র  ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে সরাল তাদের দূতাবাস। ইউক্রেন সংকট আরও তীব্র।

Advertisements

ইউক্রেন সীমান্তে বিপুল সেনা সমাবেশ করেছে রাশিয়া ও বেলারুশ। বিবিসি জানায়, এমন পরিস্থিতিতে কিয়েভ থেকে মার্কিন দূতাবাস সরিয়ে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লিভ শহরে দূতাবাসটি স্থাপন করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন একথা জানান। তিনি বলেন, নাটকীয়ভাবে সামরিক শক্তি জোরদার করছে রাশিয়া।

   

সীমান্তে সেনা মোতায়েন করার বিষয়ে রুশ সংবাদ সংস্থা তাস (Tass) জানাচ্ছে, সীমান্ত এলাকায় শক্তি বৃদ্ধি চলছে। বেলারুশ সরকারের সঙ্গে যৌথ মহড়া চলছে।

আর ইউক্রেন জুড়ে আতঙ্ক। কৃষ্ণসাগর (Black Sea) জুডে রুশ নৌবাহিনীর বিশেষ অভিযান শুরু হবে বলেই মনে করা হচ্ছে। এই সাগরে রুশ নৌ বাহিনীর প্রবল দাপট। পরিস্থিতি এমনই যে ইউক্রেনের পাশে থাকা বন্ধু দেশগুলো এখন পালাচ্ছে। তবে দূতাবাস সরালেও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বের ন্যাটো বাহিনী মোতায়েন করা হয়েছে ইউক্রেনে।