Ukraine War: ফের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার, ৫টি শহের হিউম্যান করিডোর

সাধারণ মানুষকে যুদ্ধের এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ আজ যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। মঙ্গলবার কিয়েভ, চেরনিহিভ, সুমি, খারকিভ এবং মারিউপোল শহরে মানবিক করিডোর খোলার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে।

Advertisements

এদিন মস্কোর সময় সকাল ১০টা থেকে ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে গতবারের মতো নিজের ঘোষণা করা যুদ্ধবিরতি রাশিয়া নিজেই মানবে কিনা, তা নিয়ে উঠছে প্রশ্ন। ইউক্রেনের পাঁচটি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। রাশিয়া বলেছে যে তারা হিউম্যান করিডোর খোলার সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে বেশিরভাগ রুট যায় রাশিয়া বা তার মিত্র বেলারুশের দিকে। তবে রাশিয়ার এই পদক্ষেপকে পাবলিসিটি স্টান্ট বলে অভিহিত করেছে ইউক্রেন।

কিছুদিন আগে ইউক্রেনের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। রুশ ইউক্রেন সীমান্তের মারিউপোল এবং ভলনোভাখায় হিউম্যান করিডর বানানো হয়। এবারও হিউম্যান করিডোরের জন্য তারা যুদ্ধবিরতি ঘোষণা করল। তবে বিশেষজ্ঞদের অনুমান, এই সাময়িক বিরতির পরের ধাপে আরও বড় হামলার পরিকল্পনা রয়েছে রাশিয়ার। এদিকে ইউক্রেনেও একই আলোচনা। রাজধানী কিয়েভ শহর দখল করতে রুশ প্রেসিডেন্ট পুতিন মরিয়া। তিনি সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণা করার পিছনে অসামরিক ব্যক্তিদের প্রতি বার্তা দিলেন আরও দ্রুত এলাকা ত্যাগের।

Advertisements

আগের বার রাশিয়ার যুদ্ধবিরতি ঘোষণার পর বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়া থেকে অনেকে বেরিয়ে আসতে উদ্বিগ্ন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার শীগগিরই ইউক্রেনের আক্রমণের বিরুদ্ধে বিক্ষোভ মোকাবিলায় নিজ দেশে সামরিক আইন চালু করতে পারেন। পুতিন বিরোধী এই ব্যক্তিরা রুশ জেল এড়াতে চাইছেন।