এটিকে মোহন বাগানে (ATK Mohun Bagan) বিদেশি সই সংবাদ এখনও এসে পৌঁছয়নি। ক্লাব কর্তারা যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটা আগেও জানা গিয়েছিল। দল বদলের বাজারে উৎসাহের অন্যতম বিষয়, কোন দল কোন খেলোয়াড়কে দলে নিতে চাইছে।
এটিকে মোহন বাগানের পছন্দের তালিকায় থাকা সম্ভাব্য কিছু বিদেশি ফুটবলারের নাম মাঝে মধ্যে শোনা গিয়েছে। সেগুলো কতোটা সত্যিই সেটা সময় বলবে। একটা সূত্র অনুযায়ী, এশিয়া কোটার একাধিক ফুটবলার ক্লাবে থাকতে পারে।
সম্প্রতি ইরানের দুই ফুটবলারের নাম ময়দানে ভেসে বেড়াচ্ছে। দুই খেলোয়াড়কে এক অন্তত এক বছরের চুক্তিতে ক্লাবে নিয়ে আসার চেষ্টা চালানো হচ্ছে বলে শোনা যাচ্ছে।
দুই ইরানিয়ান ফুটবলার করিম আনসারিফার্ড এবং আশকান দেজাগাহর নাম জল্পনায় রয়েছে। এছাড়াও মধ্য প্রাচ্যের আরও এক ফুটবলারের নাম দিন কয়েক আগে জল্পনায় ছিল। সেই সঙ্গে শোনা গিয়েছে একাধিক অস্ট্রেলিয়ান তারকার নাম।