Ariane F C: এবড়ো-খেবড়ো কাদা মাটি, অল্প জায়গায় এরিয়ানের অনুশীলন

বছর যায় তবু কলকাতা ময়দানের ছবি বদলায় না। কাদা প্যাচপ্যাচে মাঠেই চলে অনুশীলন। কোনো কোনো দল আবার চলে গিয়েছে অন্য জেলার মাঠে। কলকাতা ফুটবল লিগের…

Ariane F C

short-samachar

বছর যায় তবু কলকাতা ময়দানের ছবি বদলায় না। কাদা প্যাচপ্যাচে মাঠেই চলে অনুশীলন। কোনো কোনো দল আবার চলে গিয়েছে অন্য জেলার মাঠে। কলকাতা ফুটবল লিগের সবথেকে পুরনো দল এরিয়ান ফুটবল ক্লাব (Ariane F C)।

   

অনুশীলনের জন্য ভালো মাঠ নেই তাদের। ময়দানে ছোটো একটা অংশে চলছে অনুশীলন। অসমান মাঠ। ম্যাচে নামার আগে চোট পাওয়ার সম্ভাবনা। তার মধ্যেই যতটা সম্ভব করার চেষ্টা।

এরিয়ানের দলে নেই তারকার আধিক্য। তবে প্রতিভার অভাব নেই স্কোয়াডে। রয়েছেন বিদেশি ফুটবলার। ফিটনেস ট্রেনিংয়ে জোর দেওয়া হয়েছে। জোর কদমে চলছে গোলকিপারদের অনুশীলন। টেনিস বল দিয়ে প্র্যাকটিস করাচ্ছেন গোলরক্ষক কোচ। বড় দলের বিরুদ্ধে আঁটোসাঁটো ডিফেন্স চাইছে ক্লাব। ভিজে মাঠে রকেটের মতো ছুটে যায় টেনিস বল। সেটাকেই তালুবন্দি করছেন গোলরক্ষকরা।