Ronaldo back Real: রোনাল্ডোকে ফেরাতে বড় বয়ান দিলো রিয়াল মাদ্রিদ

Ronaldo back real madrid

ক্লাবের সর্বকালের সর্বাধিক গোল স্কোরার’কে ফেরানোর কোনও ইচ্ছে নেই রিয়াল মাদ্রিদের (Real Madrid)। এমনটাই স্পষ্ট করেছে এই স্প‍্যানিশ ক্লাব। আগামী মরসুমে চ‍্যাম্পিয়ান্স লিগে খেলবে না ম‍্যানচেস্টার ইউনাইটেড। তাই ক্লাব বদলের সিদ্ধান্ত নিয়েছে রোনাল্ডো (Ronaldo)। স্পেনের সংশ্লিষ্ট ক্লাবের হয়ে ১৮৩ ম‍্যাচে ১৪০ গোল করেছিলেন রোনাল্ডো।

গত মরসুম ম‍্যানচেস্টার ইউনাইটেড দলগতভাবে খারাপ পারফরম্যান্স দিলেও ভালো খেলেছিলেন রোনাল্ডো,৩৮ ম‍্যাচে ২৪ গোল করেছিলেন তিনি।

   

সদ‍্য শোনা যাচ্ছিলো ম‍্যান ইউ’র তারকার সাথে মিটিং সেরেছেন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।কিন্তু সেই সব ভুয়া বলেই দাবী করেছে মার্সা।শোনা যাচ্ছে রোনাল্ডো’কে না ফেরানোর দাবী’তে অনড় তার প্রাক্তন ক্লাব ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন