নারায়ণপুরে ইতিহাস রচনার সন্ধানে বঙ্গ কন্যারা

rajmata-jijabai-trophy-2025-final-manipur-vs-bengal

নারায়ণপুরের রামকৃষ্ণ মিশন আশ্রম ময়দানে ১৫ অক্টোবর অর্থাৎ বুধবার বিকেলে রাজমাতা জিজাবাই ট্রফির (Rajmata Jijabai Trophy) ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল, মণিপুর ও বাংলা। একদিকে ইতিহাসের পাতায় বারবার চ্যাম্পিয়ন হওয়া মণিপুর, অপরদিকে প্রতিকূলতা জয় করে ফাইনালে ওঠা জেদি বাংলার মেয়েরা। ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে ইন্ডিয়ান ফুটবল ইউটিউব চ্যানেলে।

মণিপুর এই প্রতিযোগিতার ইতিহাসে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে, ২৮ আসরের মধ্যে ২২ বার ট্রফি জিতেছে তারা। এবারের আসরেও সেই দাপট বজায় রেখেছে। বিশেষ করে সেমিফাইনালে তামিলনাড়ুকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে। দলের প্রধান ভরসা লিন্ডা কোম সের্টো, যিনি ইতিমধ্যেই ৯ গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে রয়েছেন। তাঁর পাশে থাকছেন অভিজ্ঞ ডাংমেই গ্রেস ও খুমুকচাম ভূমিকা দেবী দুজনেই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন।

   

কিন্তু বাংলা দলও পিছিয়ে নেই। মাত্র দুবার এই ট্রফি জিতলেও, এবারের যাত্রাপথে নিজেদের সাহস ও কৌশলী ফুটবলের মাধ্যমে প্রমাণ করেছে তারা সহজে হার মানবে না। সেমিফাইনালে উত্তরপ্রদেশের বিপক্ষে ১০ জনের দল নিয়েও ২-১ গোলের দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে তারা। বাংলার বড় অস্ত্র সুলঞ্জনা রাউল ১২ গোল নিয়ে রয়েছেন গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে। কেরালার শিলজি সাজির ১৩ গোলকে পেছনে ফেলতে হলে ফাইনালে জ্বলে উঠতেই হবে তাঁকে।

এই ম্যাচ হতে চলেছে শৈলী বনাম শৃঙ্খলার লড়াই। মণিপুর যেখানে দ্রুত পাসে প্রতিপক্ষের রক্ষণভাগ ছিঁড়ে ফেলার দক্ষতায় পারদর্শী, বাংলা সেখানে রক্ষণ জমাট রেখে ধৈর্যের পরীক্ষা দেয়। ফলে ম্যাচের প্রথমার্ধ কিছুটা সতর্কভাবে শুরু হলেও, দ্বিতীয়ার্ধে দুই দলের আক্রমণাত্মক মেজাজ উঁকি দিতে পারে।

ফাইনালে একদিকে ইতিহাস রক্ষার লড়াই, অন্যদিকে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন। ফলে আজকের ম্যাচ শুধু ট্রফি জয়ের লড়াই নয়, বরং ভারতীয় মহিলা ফুটবলের এক উত্তেজনাপূর্ণ অধ্যায়ের সূচনা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous article২০২৬ বিশ্বকাপে যোগ্যতা অর্জন ইউরোপের এই দেশের
Next articleবিহার ভোটে লড়ছেন না পিকে! বিজেপি’র কটাক্ষ, জামানত জব্দের ভয়
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।