কলকাতা ফুটবল লিগ শুরু হওয়ার আগেই বিতর্ক। হুমকি ফোন করে রেলওয়ে ফুটবল ক্লাবের ট্রেনারকে তাড়ানোর অভিযোগ। সামাজিক মাধ্যমে অভিযোগ করেছেন স্বয়ং ট্রেনার কুন্তল চক্রবর্তী (kuntal chakraborty)।
জয় বাজ, বাবলু মুর্মুদের নিয়ে বেশ ভালই দল গড়েছে রেলওয়ে ফুটবল ক্লাব। গতবারের টুর্নামেন্টের মতো এবারেও উল্লেখযোগ্য ফুটবল খেলার লক্ষ্য নিয়ে এগোচ্ছিল ক্লাব। জোর কদমে চলছিল প্রস্তুতি। এরই মধ্যে বিপত্তি। বিদায় জানানো হল ট্রেনারকে।
“কিছু দিন আগে ট্রেনিং করানোর মধ্যেই আমার কাছে একটি থ্রেট কল আসে এবং আমাকে ট্রেনিং বন্ধ করতে বলা হয়, আমার যাতায়াতের ওপর তারা লক্ষ্য রাখে এ কথাও তারা জানায়। এই কথায় আমি কোনো গুরুত্ব দিই না এবং যথারীতি ট্রেনিং করাতে যাই। কিন্তু গতকাল আমি ট্রেনিং করাতে আসলে আমাকে ক্লাব থেকে ট্রেনিং করাতে আসতে বারণ করা হয়,” ফেসবুক পোস্টে কুন্তল লিখেছেন।
“আমি তখন বুঝি যে threat call টি সত্যে পরিণত হলো। এর প্রমাণস্বরূপ আমার কাছে কিছু voice clips আছে। যার মধ্যে Railway fc ক্লাবের রাজু দত্ত এবং বেশ কিছু প্লেয়ারের নাম উঠে আসে । কল এ আমাকে আমার ট্রেনিং বন্ধ করার পিছনে তাদের কর্মকর্তা এবং প্লেয়ারদের একটা পরিকল্পনার কোথাও বলা হয় । প্রতিটি fitness trainer এর একটি সম্মান আছে। এবং সেটাকে সম্মান করা একটা ক্লাবের কাজ । আমার মতো ট্রেনারদের সতর্ক করার জন্য এই পোস্ট।”