ব্রিটিশ রানিকাহিনী শেষ, প্রয়াত দ্বিতীয় এলিজাবেথ

প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। দীর্ঘ বৈচিত্র্যের রানিকাহিনীর শেষ হয়েছে। ইংল্যান্ডে শোকাতুর পরিবেশ। কোহিনুর ফেলে চলে গেলেন রানি। ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি তার পিতা রাজা ষষ্ঠ…

প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। দীর্ঘ বৈচিত্র্যের রানিকাহিনীর শেষ হয়েছে। ইংল্যান্ডে শোকাতুর পরিবেশ। কোহিনুর ফেলে চলে গেলেন রানি।

১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি তার পিতা রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর মাত্র ২৫ বছর বয়সে সিংহাসনে বসেন এলিজাবেথ। ৯৬ বছর বয়সে তিনি স্কটল্যান্ডে প্রয়াত হলেন।

   

তাঁর প্রয়াণের পর ব্রিটেনের সিংহাসনে ফের রাজা বসবেন। তিনিই হবেন এবার বিশ্ববিখ্যাত কোহিনুর হীরের আসল মালিক! রাজমুকুটে থাকবে সেই হীরে।

Advertisements

বিবিসি জানাচ্ছে, সিংহাসনে বসার পর ১৯৫২ সাল থেকে কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, ব্রিটেন সহ এক ডজনেরও বেশি দেশের রানি ছিলেন এলিজাবেথ। চলতি বছরের জুন মাসে তিনি সিংহাসনে বসার ৭০ বছর উদযাপন করেছেন।

দ্বিতীয় এলিজাবেথের আসল নাম এলিজাবেথ আলেকজান্ড্রা ম্যারি। তিনি ২১ শে এপ্রিল ১৯২৬ সালে জন্ম গ্রহণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ স্থল সেনাবাহিনীর নারী বিভাগ অগজিলিয়ারি টেরটোরিয়াল সার্ভিসে কর্মরত ছিলেন। ১৯৪৭ সালে তিনি গ্রিক ও ডেনমার্কের প্রাক্তন রাজপুত্র ডিউক অফ এডিনবরা ফিলিপকে বিয়ে করেন। এলিজাবেথ ফিলিপ দম্পতির চার সন্তান।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News