EC: করোনার ভয়ে নয়, যে কারণে পিছিয়ে গেল পাঞ্জাবের ভোট

করোনা সংক্রমণের গতিতে পশ্চিমবঙ্গে পিছিয়ে গেছে পুরনিগম নির্বাচন। বহু চর্চিত পাঞ্জাব বিধানসভা ভোট পি়ছিয়ে দিতে নির্বাচন কমিশন (EC)অন্য ইস্যুকে গুরুত্ব দিল।

নির্বাচন কমিশন আসন্ন পাঞ্জাব বিধানসভা ভোট স্থগিত করেছে। কমিশনের তরফে জানানো হয়, এই রাজ্যে আগামী ১৪ ফেব্রুয়ারি ভোটের পূর্বঘোষিত সূচি স্থগিত করা হয়েছে। ভোট হবে আগামী ২০ ফেব্রুয়ারি।

   

পাঞ্জাবে ক্ষমতাসীন কংগ্রেস। বিরোধী দল আম আদমি পার্টি, শিরোমনি আকালি দল, বিজেপি সহ সব দলগুলির দাবি রাজ্যের দলিত সম্প্রদায় আগামী ১৬ ফেব্রুয়ারি সন্ত হরিদাস জন্মজয়ন্তী পালন করবেন। পাঞ্জাব থেকে বারাণসী যাবেন তাঁরা। এই অবস্থায় ১৪ ফেব্রুয়ারি ভোট হলে এই অনুষ্ঠান পালনে সমস্যা হবে। এই নিয়ে দলিত সমাজ থেকে আবেদন আসছে।

সর্বদলীয় আবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশন আসন্ন ১৪ ফেব্রুয়ারি ১১৭টি বিধানসভা আসনের ভোট স্থগিত করেছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিত সিং চন্নি নির্বাচন কমিশনকে চিঠি লিখে সন্ত হরিদাস জন্ম জয়ন্তীর বিষয়টি সামনে আনেন। তিনি লিখেছেন, ১৪ ফেব্রুয়ারি ভোট হলে রাজ্যের দলিত সমাজের ৩২ শতাংশ নির্বাচনে অংশ নিতে পারবেন না। কারণ, সন্ত হরিদাস জন্মজয়ন্তী উপলক্ষে ১০ ফেব্রুয়ারি থেকে বহু ভক্ত বারাণসী চলে যাবেন। তাঁদের কথা মাথায় রেখে ভোট পিছিয়ে দেওয়া হোক।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন