Asansol By Election: ‘ভাগলবা’ বাবুল আলোচিত, অগ্নিমিত্রাকে নিয়ে বুড়িছোঁয়া খেলা বিজেপির

Assansol by election

চড়বড়িয়ে গরম পড়েছে পশ্চিম বর্ধমান জেলায়। তবে আসানসোল লোকসান কেন্দ্রের উপনির্বাচন ( Asansol by-election) প্রচার চলছে সরগরমে। টিএমসি, বিজেপি, সিপিআইএমের প্রচারে একজনই আলোচিত ‘ভাগলবা’ বাবুল সুপ্রিয়। তিনি এখন তৃণমূল কংগ্রেসের লোক। আসানসোলের সর্বত্র আলোচনা ও ‘ভাগলবা’ (পলাতক)।

আসানসোলের টানা দুবারের সাংসদ বাবুল সুপ্রিয় এখন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে টিএমসি প্রার্থী। তিনি কেন্দ্রীয় মন্ত্রিত্ব হারিয়ে বিজেপি ছেড়ে টিএমসিতে গেছেন। বালিগঞ্জে জিতলে মমতা দি মন্ত্রী করবেন বলে ঘনিষ্ঠ মহলে বলেছেন।

   

সাংসদ পদ থেকে বাবুলের ইস্তফার পর বঙ্গ রাজনৈতিক মহলে যে ভোটগুলি হয়েছে তাতে বিজেপি বারবার ধাক্কা খেয়ে তৃতীয় স্থানে। বিরোধী দল হয়েও পুরভোটে একটিও পুরবোর্ড তাদের দখলে নেই। আর বিধানসভা, লোকসভায় শূন্য হয়ে যাওয়া সিপিআইএম নদিয়ার তাহেরপুর পুরসভা দখলে রেখেছে। রাজ্যে ভোটের নিরিখে বামফ্রন্টের দ্বিতীয় স্থানে উঠে আসার যে গতি দেখা যাচ্ছে তার আরও একটি পরীক্ষা হবে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে। সিপিআইএম এই কেন্দ্রে প্রার্থী করেছে পার্থ মুখার্জিকে। আসানসোলে তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা, সিপিআইএমের প্রার্থ মুখার্জি, বিজেপির অগ্লিমিত্রা পলের মধ্যে লড়াই হবে আগামী ১২ এপ্রিল।

বিজেপির বিরুদ্ধে দলেই প্রশ্ন, কেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্লিমিত্রাকেই প্রার্থী করা হলো? দল কি বুড়িছোঁয়া ভোট খেলছে? আরও অভিযোগ, দলীয় নেতারা দায়সারা প্রচার করছেন। আসানসোল পুরনিগমে পরাজয়ের পর টিএমসির সঙ্গে এঁটে ওঠা কঠিন বলেই মনে করছেন জেলা বিজেপি নেতারা। অভিযোগ, নেতারা হাল ছেড়ে দিয়েছেন।

আসানসোল লোকসভার উপনির্বাচন বিরোধী দল বিজেপির অন্দরের তীব্র গোষ্ঠীবাজিকে আরও প্রকাশ্যে এনেছে বলেই টিএমসি ও সিপিআইএমের দাবি। পশ্চিম বর্ধমান জেলা বিজেপিতে গুঞ্জন ভোটের পর দলত্যাগের হার আরও বাড়তে চলল। আসানসোলে প্রচারে এসে টিএমসির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, ভোটের পর দরজা খুলে দেব। কে কে যাবেন চলে, ভোট ভুলে সেই হিসেব মেলাতে মরিয়া বিজেপি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন