যুগান্তকারী গবেষণা। গাছ কথা বলতে পারে। ইজরায়েলি বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা গাছের বলা শব্দ শনাক্ত করতে পারছেন।
Advertisements
গাছের জীবন আছে। এই গবেষণায় সফল হয়ে বিশ্বকে চমকে দিয়েছিলেন ভারতীয় উদ্ভিদ বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। তাঁর আবিস্কারের পর থেকে উদ্ভিদ বিজ্ঞানের গবেষকরা পরবর্তী গবেষণা চালিয়ে যাচ্ছেন।
তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, বিভিন্ন ধরনের গাছের প্রজাতির ভাষা ভিন্ন। তারা নিজেদের ভাষায় নিজেদের মধ্যে কথোপকথন চালায়। গবেষণাটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নাল ‘সেল’ প্রকাশ করেছে।
Advertisements
গবেষকরা জানিয়েছেন, উদ্ভিদের এই ভাষা পপকর্ন ভাজার সময় তা ফেটে গেলে যেমন ধরনের শব্দ হয় অনেকটা সেই রকম। তবে এর ফ্রিকোয়েন্সি থাকে অনেক বেশি যা মানুষের শ্রবণ সীমার বাইরে।


