Prasant Kishor: বিজেপিকে ঠেকাতে কংগ্রেস নেতৃত্বাধীন ‘দ্বিতীয় ফ্রন্ট’ চাই, সূত্র দিলেন পিকে

Prashant Kishor

অবিজেপি শক্তির জোট তৃতীয় ফ্রন্ট নয়, বরং নতুন রাজনৈতিক মঞ্চ হোক দ্বিতীয় ফ্রন্ট। এই মঞ্চ পারবে বিজেপিকে ঠেকাতে বললেন ভোট কুশলী (Prasant Kishor) প্রশান্ত কিশোর।

পিকে সূত্র আসতেই আলোচনায় ফের ইউপিএ জমানা ও একগুচ্ছ দল নিয়ে তৃতীয় ফ্রন্ট। মনমোহন সিং প্রধানমন্ত্রীত্বের সময়। তবে প্রশান্ত কিশোর কেন তৃতীয় ছেড়ে দ্বিতীয় ফ্রন্ট সূত্র দিলেন তা বিশেষ চর্চিত।

   

প্রশান্ত কিশোর ক্রমশই যেন এক রহস্যময় ব্যক্তি হয়ে উঠছেন। বেশ কিছুদিন ধরে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে তিনি একের পর এক বৈঠক করেন। কংগ্রেসে যোগ দিচ্ছেন বলে খবর ছড়ায়। কিন্তু পিকের কংগ্রেসে যোগ দেওয়ার সম্ভাবনা অঙ্কুরেই বিনাশ হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের কাছে তাঁর বিশ্বাসযোগ্যতাও প্রশ্নের মুখে পড়েছে। তবে পিকে ফের কংগ্রেসের সঙ্গে নতুন করে সখ্যতা গড়ে তোলার চেষ্টা চালাচ্ছেন।

এই ভোট কুশলী শনিবার জানিয়েছেন, তৃতীয় ফ্রন্ট করে বিজেপিকে হারানো সম্ভব নয়। বিজেপিকে হারাতে গেলে একটি দ্বিতীয় ফ্রন্ট করতে হবে। সেই ফন্টে কংগ্রেসকেই সবচেয়ে বেশি প্রয়োজন।

কংগ্রেসের সঙ্গে দীর্ঘ আলোচনা ভেস্তে যাওয়ার পর এক সাক্ষাৎকারে প্রশান্ত বলেছেন, তৃতীয় ফ্রন্ট তৈরি করতে তিনি কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করছেন? জবাবে পিকে বলেন, আমি অতটা বোকা নই যে তৃতীয় ফ্রন্টের জন্য কাউকে সাহায্য করব। কারণ তৃতীয় ফ্রন্টের পক্ষে বিজেপিকে ঠেকানো কোনওভাবেই সম্ভব নয়।

সাক্ষাতকারে প্রশ্ন করা হয়, দ্বিতীয় ফ্রন্ট বলতে তিনি কি কংগ্রেসকে বোঝাচ্ছেন? প্রশান্ত বলেন, কংগ্রেস তো কোনও ফন্ট নয়, নিজেই একটি দল। কংগ্রেস হল দেশের দ্বিতীয় বৃহত্তম দল। দেশের উন্নতি ও অগ্রগতির জন্য সবার আগে কংগ্রেসকে শক্তিশালী করতে হবে। শুধু আমি নয়, কট্টর বিজেপির সমর্থকরাও এটাই মনে করে যে কংগ্রেস শক্তিশালী হলে সেটা দেশের পক্ষে মঙ্গলজনক হবে।

কেন কংগ্রেসে যোগ দিচ্ছেন না? পিকে বলেছেন, কংগ্রেসের পুনরুজ্জীবনের জন্য তিনি যে সমস্ত উপায় বলে দিয়েছিলেন দল সেগুলির প্রায় সবই মেনে নিয়েছে। এ জন্য তিনি অত্যন্ত গর্বিত। কিন্তু ওই সমস্ত কর্মসূচি কার্যকর করার যে পরিকল্পনা তিনি কংগ্রেসকে বলেছিলেন সে ব্যাপারে কংগ্রেস তাঁর উপর ভরসা রাখতে পারেনি। সে কারণেই তিনি কংগ্রেসে যোগ দিচ্ছেন না। তবে আগামী দিনে তিনি একজন রাজনীতিবিদ হিসেবে কাজ করবেন বলে জানিয়ে দিয়েছেন পিকে। তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আগামী সোমবার তিনি ঘোষণা করবেন বলেও জানিয়েছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন