পদক তালিকায় লম্বা লাফ দিল ভারত, ঝুলিতে আরও দু’টো মেডেল

প্যারিস প্যারালিম্পিক্সে (Paris Paralympics 2024) অব্যাহত ভারতের রেকর্ড ভাঙা পারফরম্যান্স। ৪ সেপ্টেম্বর, বুধবার দিনটি ছিল ভারতের জন্য একটি স্মরণীয় দিন। ভারতীয় ক্রীড়াবিদরা দেশের জন্য মোট…

Paris Paralympics 2024

প্যারিস প্যারালিম্পিক্সে (Paris Paralympics 2024) অব্যাহত ভারতের রেকর্ড ভাঙা পারফরম্যান্স। ৪ সেপ্টেম্বর, বুধবার দিনটি ছিল ভারতের জন্য একটি স্মরণীয় দিন। ভারতীয় ক্রীড়াবিদরা দেশের জন্য মোট ৪ টি পদক জিতেছে, যার মধ্যে ২ টি সোনার পদক রয়েছে। ৫টি সোনা, ৯টি রুপো ও ১০টি ব্রোঞ্জ-সহ মোট পদক সংখ্যা বেড়ে হয়েছে ২৪। এই নিয়ে প্যারিস প্যারালিম্পিক্সে পদক তালিকায় ১৩তম স্থানে উঠে এল ভারত।

শহরে যান চলাচলে বিঘ্ন, আজ রাতে চলবে বাড়তি মেট্রো, জানুন কোন রুটে কতক্ষণ?

   

চীন ৬২টি স্বর্ণ পদক সহ মোট ১৩৫টি পদক নিয়ে শীর্ষ স্থানে রয়েছে। এই তালিকায় তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউ নেই। কারণ দ্বিতীয় স্থানে থাকা গ্রেট ব্রিটেনের ৩৩টি স্বর্ণ পদক সহ মোট ৭৪টি পদক রয়েছে। চীন ও ব্রিটেনের মধ্যে ২৯টি স্বর্ণপদকের পার্থক্য।

প্রথম ভারতীয় তীরন্দাজ হিসেবে প্যারালিম্পিকে সোনা জিতে ইতিহাস গড়েছেন হরবিন্দর সিং (Harvinder Singh)। পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ওপেন ইভেন্টে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। পরবর্তীকালে ধরমবীর (Dharambir) পুরুষদের ক্লাব থ্রো এফ৫১ ফাইনালেও প্রথম স্থান অর্জন করেন। একই ইভেন্টে সুরমাও রৌপ্য লাভ করেন। ধরমবীর এশিয়ান রেকর্ড ভেঙে সোনা জিতেছেন। এর আগে পুরুষদের শট পুট এফ৪৬ ইভেন্টে রুপো জিতেছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন সচিন সারজেরাও।

বিজ্ঞান শিক্ষিকাদের বোরখা নির্দেশ, তসলিমা লিখলেন ‘জিহাদিস্তান’ বাংলাদেশ

দেশ

সোনার পদক

রুপোর পদক

ব্রোঞ্জ পদের

মোট পদক

চীন৬২৪৬২৭১৩৫
গ্রেট ব্রিটেন৩৩২৫১৬৭৪
আমেরিকা২৫২৬১২৬৩
নেদারল্যান্ডস১৬২৮
ফ্রান্স১৫১৭১৮৫০
ব্রাজিল১৫১৫২৭৫৭
ইউক্রেন১৩১৮২১৫২
ইতালি১৩১০২৩৪৬
ভারত (ত্রয়োদশ স্থানে)১০২৪