Pakistan: ডান্ডিয়া বোল রে…করাচিতে নবরাত্রি ঝলক

তিথি পঞ্জিকা মেনে ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানের (Islamic Republic of Pakistan) সংখ্যালঘু হিন্দু, শিখরা মেতে উঠেছেন ডান্ডিয়া নৃত্যে। নবরাত্রি (Navratri) উপলক্ষে চলছে গরবা ও ডান্ডিয়া। পাকিস্তানের…

Pakistan: ডান্ডিয়া বোল রে...করাচিতে নবরাত্রি ঝলক

তিথি পঞ্জিকা মেনে ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানের (Islamic Republic of Pakistan) সংখ্যালঘু হিন্দু, শিখরা মেতে উঠেছেন ডান্ডিয়া নৃত্যে। নবরাত্রি (Navratri) উপলক্ষে চলছে গরবা ও ডান্ডিয়া। পাকিস্তানের বাণিজ্য নগরী করাচি (Karachi) সহ অন্যান্য শহরেও শুরু হয়েছে নবরাত্রির উৎসব।

  • পাক বাণিজ্য রাজধানী করাচিতে শুরু নবরাত্রি।
  • বিখ্যাত হিংলাজ মাতা মন্দিরে চলছে ‘নানি কি হজ’।
  • লাহোর, ইসলামাবাদ, পেশোয়ার সহ অন্যত্র শুরু উৎসব।

খবরটি বিস্তারিত পড়ুন

বিবিসি জানাচ্ছে, পাকিস্তান থেকে বারবার সংখ্যালঘুদের উপর হামলার খবর আসে। অভিযোগ, ধর্ম অবমাননা আইনের সুযোগ নিয়ে বারবার সংখ্যালঘু হিন্দু, শিখ, বৌদ্ধ ও খ্রিষ্টানদের উপর হামলায় জড়িত কিছু উগ্র ইসলামি গোষ্ঠি। এই ধরণের ঘটনায় বিব্রত পাক সরকার নিজেদের সংখ্যালঘু বান্ধব দেখাতে মরিয়া।

Advertisements

আল জাজিরার খবর, দুর্গা আরাধনা ও নবরাত্রি পশ্চিম ভারত ও পাকিস্তানে বসবাসকারী হিন্দুরা পালন করেন। একইভাবে পালিত হয় দীপাবলি ও হোলি। পাক হিন্দু সংখ্যালঘুদের বড় অংশ থাকেন সিন্ধ প্রদেশে। এই প্রদেশের রাজধানী করাচিতে সংখ্যালঘুদের বসবাস বেশি। তাঁরা বিখ্যাত স্বামী নারায়ণ মন্দিরে জড়ো হয়েছেন।

পাক সংবাদপত্রগুলির প্রতিবেদনে বলা হয়েছে নবরাত্রি উপলক্ষে ‘নানি কি হজ’ দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে বিখ্যাত হিংলাজ মাতা মন্দিরে। বালেচিস্তানের তালাত কালী মন্দির ঘিরে নবরাত্রির উৎসব চলছে। লাহোরের বিভিন্ন মন্দির, পেশোয়ার, মুলতান, ইসলামাবাদে শুরু হয়েছে সংখ্যালঘুদের উৎসব। নিরাপত্তার ব্যবস্থা কড়াকড়ি।