Pakistan: ইমরান খানের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

পাকিস্তানের (Pakistan)  প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) যে কোনও সময় গ্রেফতার করা হতে পারে। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় জারি হল পরোয়ানা।

Imran Khan

short-samachar

পাকিস্তানের (Pakistan)  প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) যে কোনও সময় গ্রেফতার করা হতে পারে। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় জারি হল পরোয়ানা।

   

এর আগে বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে ইমরান খানকে গ্রে়ফতারের উদ্যোগ নিয়েছিল পাক সরকার। তবে বিরাট সমর্থক বিক্ষোভ করিয়ে সরকারকে চাপে রেখেছেন ইমরান খান। এবার তাঁর বিরুদ্ধে তোষাখানা মামলা অর্থাৎ সরকারি সম্পত্তি নিজের কাছে রাখার অভিযোগে জারি হল গ্রেফতারি পরোয়ানা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন ইমরান খানকে সৌদি আরবের যুবরাজ দিয়েছিলেন কিছু উপহার। সেই উপহার সরকারি তোষাখানায় নিয়ম মাফিক জমা না করে ইমরান খান বিক্রি করেছিলেন অভিযোগ উঠেছিল। সেই সামগ্রীগুলির মধ্যে ছিল একটি বহুমূল্য ঘড়ি। যার দাম ভারতীয় মুদ্রায় ১৬ কোটিরও বেশি টাকা। ২০১৯-তে ওই ঘড়ি দুবাইয়ের এক ব্যবসায়ী কিনে নেন। ওই সময় পাক প্রধানমন্ত্রী পদে ছিলেন ইমরান খান।