HomeUncategorizedPakistan: পাক সেনা ও সরকারকে উপেক্ষা করে সংবাদপত্র 'DAWN' সেলাম জানাল গণতন্ত্রকে

Pakistan: পাক সেনা ও সরকারকে উপেক্ষা করে সংবাদপত্র ‘DAWN’ সেলাম জানাল গণতন্ত্রকে

- Advertisement -

পাকিস্তানে কি মেকি গণতন্ত্র বকলমে সেনা নিয়ন্ত্রণ অথবা ফের সেনা শাসন? এমনই ইঙ্গিতময় বার্তা তুলে সাম্প্রতিক রাজনৈতিক সংকটের ব্যাঙ্গচিত্র প্রকাশ করল ‘DAWN’, এই সংবাদপত্র দেশটির জাতীয় দৈনিক হিসেবে পরিচিতি। সংবাদপত্রের সম্পাদকীয় ব্যাঙ্গচিত্রে জাতীয় আইনসভা ভেঙে আগাম নির্বাচনকে চরম কটাক্ষ করা হয়েছে।

এই ব্যাঙ্গচিত্রে সংসদ ভবনটিকেই ভাঙা দেখানো হয়েছে। পাক সংসদ ভবনের মাথায় সদ্য ক্ষমতা থেকে সরে যাওয়া ইমরান খান ভিক্ট্রি চিহ্ন (বিজয় চিহ্ন) দেখিয়ে যাচ্ছেন।

   

বিশ্লেষণে উঠে আসছে, আসলে এই ব্যাঙ্গাত্মক চিত্রে দেশের গণতান্ত্রিক কাঠামোর দূর্বলতাকে তুলে ধরেছে DAWN সংবাদপত্র। সংসদ ভেঙে দিয়ে ক্ষমতা দখলের জন্য মরিয়া চেষ্টার প্রতি কটাক্ষ। সেই ব্যাঙ্গচিত্র পাকিস্তান ছাড়িয়ে আন্তর্জাতিক মহলে আলোড়ন ফেলে দিল।

পাকিস্তান জাতীয় সংসদের বিরোধীরা জোট করে সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব এনেছিলেন। ভোটের আগেই সংখ্যাগরিষ্ঠতা হারায় ইমরান খানের সরকার। পরে পরাজয় রুখতে প্রেসিডেন্টের কাছে সংসদ ভেঙে দেওয়ার আর্জি করেন ইমরান খান। প্রধানমন্ত্রীর আর্জি মেনে সংসদ ভেঙে দেন প্রেসিডেন্ট। এরপর কার্যকরী সরকার বসিয়ে প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করেন ইমরান খান। ভোট হবে নব্বই দিনের মধ্যে।বিরোধীদের জোট রাজনীতি, শরিকদের পক্ষ ত্যাগ, ইমরান খানের ছক সবমিলে পাক সংসদের পরিস্থিতিকে ব্যাঙ্গ করেছে এই সংবাদপত্রের ব্যঙ্গচিত্র।

প্রতিষ্ঠার পর থেকে পাকিস্তানের জাতীয় দৈনিক হিসেবে DAWN আন্তর্জাতিক মহলে স্বীকৃত। এই সংবাদপত্রের উর্দু সংস্করণটির নাম ‘জঙ্গ’ (যুদ্ধ)। ইংরাজি নামটির মানে ভোর।

ভারত ভেঙে পাকিস্তান তৈরির পর গত সাত দশকে এই দেশটিতে কোনও প্রধানমন্ত্রীর পক্ষে পূর্ণ মেয়াদ ক্ষমতায় থাকা সম্ভব হয়নি। কুর্সি দখলের কূটনীতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে পাকিস্তানে গণতন্ত্র নামেই। বারবার সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে। সেনা শাসকদের ভারি বুটের তলায় হাঁসফাঁস করেছে পাকিস্তানের গণতন্ত্র। ১৯৪৭-১৯৭১ অখন্ড পাকিস্তান আর একাত্তর পরবর্তী দ্বিখন্ডিত পাকিস্তান। বাংলাদেশর জন্ম সবেরই কড়া সমালোচনা করে ডন।

বাংলাদেশ তৈরির ৫০ বছর, পাকিস্তান ভাগ হওয়ার পঞ্চাশ বছর ও ভারতের সঙ্গে যুদ্ধে চূডান্ত পরাজয়ের পাঁচ দশকের প্রেক্ষিতে গতবছর ১৬ ডিসেম্বর ডন প্রকাশ করেছিল আক্রমণাত্মক সম্পাদকীয়  ‘East Pakistan Lessons’ অর্থাৎ ‘একাত্তরের ভুল সংশোধনের ‘শিক্ষা’ নিক পাকিস্তান’। এতে পুরো পাকিস্তান আলোড়িত হয়। সম্পাদকীয়তে লেখা হয়েছিল “১৯৭০ সালের নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠদের সরকার গঠনের অধিকার না দেওয়া ছিল বড় ভুলগুলোর মধ্যে ছিল একটি। এর বদলে পরবর্তীতে ১৯৭১ সালের মার্চে সামরিক অভিযান চালানো হয়। এতে সেনা বাহিনী এবং বাঙালি মিলিশিয়ারা নিরপরাধ মানুষকে হত্যা করেছিল। নিহতদের মধ্যে বাংলাভাষীদের পাশাপাশি পূর্বাঞ্চলে বসবাসকারী অবাঙালিরাও ছিল।”

- Advertisement -
Rana Das
Rana Dashttps://kolkata24x7.in/
Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular