Pakistan: পাক হাসপাতালের ছাদে ৫০০ মৃতদেহ কাদের? প্রবল আলোড়ন 

পাকিস্তানের (Pakistan) হাসপাতালের ছাদে সারি সারি দেহ। সব দেহ পচে গলে যাচ্ছে। ভয়াবহ পরিস্থিতি। এত মৃতদেহ কাদের? উঠছে প্রশ্ন। মর্গ কেন দেহ না রেখে হাসপাতালের ছাদে রাখা হয়েছে এত দেহ তা নিয়ে আলোড়ন বিশ্ব জুড়েই। চাপে পড়ে তদন্তের নির্দেশ দিল সরকার।

পাকিস্তানের মুলতানের নিশতার মেডিক্যাল ইউনিভার্সিটিরর ছাদে কম করে ৫০০টি দেহ মিলেছে।মৃতদেহগুলিতে পচন ধরেছে। বেশ কিছু মৃতদেহের ভিতরের অঙ্গ কেটে বের করে নেওয়া হয়েছে। এ কি কোনও মানব অঙ্গ পাচারকারীদের কাজ উঠছে প্রশ্ন।

   

সোশ্যাল মিডিয়ায় বিকৃত দেহগুলির ছবি দেখে সবাই ক্ষুব্ধ। হাসপাতাল জুড়ে ভয়। পাক স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে তদন্ত চলছে।

হাসপাতালের ছাদে পাঁচশোর বেশি মৃতদেহ দেখে চমকে যান পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা চৌধুরী জামান গুজ্জর। তিনি মুনতানের ওপর হাসপাতালের ছাদে ডাঁই করা মৃতদেহগুলি দ্রুত সরানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন 

এই ঘটনার তদন্তে ৬ সদস্যের দল গঠন করা হয়েছে। এই ঘটনায় যারা দোষী সাব্যস্ত হবেন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে পাক স্বাস্থ্যমন্ত্রক।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন