Pakistan Blast: পাকিস্তানে ট্রেনে জোরাল বিস্ফোরণে হতাহত ৬

rain blast in Pakistan, two passengers killed, four others injured

পাকিস্তানে (Pakistan) বৃহস্পতিবার সকালে ট্রেনে বিস্ফোরণের মর্মান্তিক খবর সামনে এসেছে। বালুচিস্তানের কোয়েটাগামী জাফর এক্সপ্রেসে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে। এর কবলে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে চারজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পেশোয়ার থেকে কোয়েটাগামী জাফর এক্সপ্রেস চিচাভাতনি রেলওয়ে স্টেশনের মধ্য দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে। ইকোনমি ক্লাসের ৬ নম্বর বগিতে বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

   

উল্লেখযোগ্যভাবে, এটিজাফর এক্সপ্রেসে বিস্ফোরণের এটি দ্বিতীয় ঘটনা। গত মাসে এই ট্রেনে এমনই একটি বিস্ফোরণ ঘটে৷ যাতে আটজন গুরুতর আহত হয়। বিস্ফোরণে জাফর এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন