Pakistan: মুক্তি পেয়ে শ্রীনগর হাইওয়েতে বিরাট জমায়েতে ভাষণ দেবেন ইমরান খান

হাইকোর্টের নজরে গ্রেফতারি ছিল বৈধ। আর সুপ্রিম কোর্টের নজরে অবৈধ গ্রেফতারি। ফলে (Pakistan) পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) মুক্তি নিশ্চিত। জমি দুর্নীতির মামলায়…

imran khan

short-samachar

হাইকোর্টের নজরে গ্রেফতারি ছিল বৈধ। আর সুপ্রিম কোর্টের নজরে অবৈধ গ্রেফতারি। ফলে (Pakistan) পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) মুক্তি নিশ্চিত। জমি দুর্নীতির মামলায় ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দিতে গিয়ে গ্রেফতার হয়েছেন ইমরান খান। এর পর থেকে পাকিস্তান জ্বলছে গণবিক্ষোভে।

   

পাকিস্তান সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেফতারকে অবৈধ ঘোষণা করে তাকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছে। আদালত থেকে মুক্তির পরই জনসভার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দল শুক্রবার ইসলামাবাদের-শ্রীনগর হাইওয়ের উপর ওই জনসভায় সকল দেশপ্রেমীদের আসতে আহ্বান জানানো হয়েছে। সেখানেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইমরান খান।

ইসলামাবাদের শ্রীনগর হাইওয়ের ওই জনসভায় শান্তিপূর্ণ জমায়েতের হওয়ার আহ্বান জানিয়েছে ইমরানের দল।ইমরান খান আদালত থেকেই তার সমর্থকদের শান্ত থাকার অনুরোধ করে বলেছেন, দেশের জন্য ক্ষতি বয়ে আনা উচিত হবে না। আমরা শুধু দেশে নির্বাচন চাই।