Nigeria: নাইজেরিয়ায় তেলের খনিতে প্রবল বিস্ফোরণ, মৃত শতাধিক

নাইজেরিয়ার (Nigeria) রিভার্স প্রদেশে তেল শোধনাগারে বিস্ফোরণে শতাধিক ব্যক্তি মৃত। স্থানীয় সরকারি কর্মকর্তারা জানান, বেসরকারি একটি সংস্থার তেল শোধনাগারে এই বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে।…

নাইজেরিয়ার (Nigeria) রিভার্স প্রদেশে তেল শোধনাগারে বিস্ফোরণে শতাধিক ব্যক্তি মৃত। স্থানীয় সরকারি কর্মকর্তারা জানান, বেসরকারি একটি সংস্থার তেল শোধনাগারে এই বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে।

Advertisements

রয়টার্স ও আল জাজিরার খবর,আগুনে এসব মানুষের শরীর এমনভাবে পুড়ে গেছে যে তাদের শনাক্ত করা যাচ্ছে না। এর আগে গত বছরের অক্টোবরে রিভার্স প্রদেশের আর একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় শিশু সহ অন্তত ২৫ জনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বিবিসির খবর, আফ্রিকার সর্ববৃহৎ তেল উৎপাদনকারী ও রফতানিকারক দেশ নাইজেরিয়া। চরম বেকারত্ব এবং দারিদ্র্যের কারণে নাইজারিয়ায় অবৈধ তেল পরিশোধন আকর্ষণীয় ব্যবসায় পরিণত হয়েছে। তবে মাঝে মাঝেই এসব অবৈধ শোধনাগারে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়া দেশটির প্রধান প্রধান বিভিন্ন তেল কোম্পানির পাইপলাইন থেকে তেল চুরির পর সেগুলো অবৈধ স্থাপনায় পরিশোধন করা হয়। বিপজ্জনক এই প্রক্রিয়ার কারণে অনেক সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে।

চোরাকারবারী অবৈধ এই তেল শোধন প্রক্রিয়ার ফেলে দেশটির একটি অঞ্চল ভয়াবহ দূষণের শিকার হয়েছে। ইতোমধ্যে ওই এলাকার কৃষিজমি, নদীনালা এবং এবং উপহ্রদও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তেল চুরি করে তা পরিশোধনের পর বিক্রির অবৈধ কার্যক্রম ঠেকাতে স্থানীয় কর্তৃপক্ষ গত ফেব্রুয়ারিতে অভিযান শুরু করে। কিন্তু তাতে খুব বেশি সফলতা আসেনি।