ISL এ নিশ্চিত হলেন অস্ট্রেলিয়ার তারকা ফুটবলার

Odisha FC confirm osama malik

আগামী মরশুমের জন্য চূড়ান্ত হলেন একজন বিদেশি ফুটবলার। যিনি আগে ভারতীয় কোনো দলে খেলেননি। অস্ট্রেলিয়ার এক তারকা ডিফেন্ডারকে নিশ্চিত করেছে ইন্ডিয়ান সুপার লিগের দল (ISL)।

জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ডিফেন্ডার ওসামা মালিককে নিশ্চিত করেছে ওড়িশা ফুটবল ক্লাব। অস্ট্রেলিয়ার বয়স ভিত্তিক জাতীয় দলে তাঁর খেলার অভিজ্ঞতা রয়েছে। ক্লাব কেরিয়ারে খেলেছেন একাধিক জায়গায়।

   

এক বছরের চুক্তিতে ওসামা মালিককে চূড়ান্ত করেছে ওড়িশা। মাঠের একাধিক পজিশনে তিনি খেলতে পারেন। মাঝমাঠে খেলেন মূলত ডিফেন্সিভ পজিশনে। প্রয়োজনে ডিপ ডিফেন্সেও দলকে সাহায্য করতে পারেন।

ক্লাব কেরিয়ারে তিনি খেলেছেন পার্থ গ্লোরি, মেলবোর্ন সিটি, অ্যাডিলেড ইউনাইটেড সহ একাধিক ক্লাবে। ওড়িশার এই সই সংবাদে পাওয়া গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ যেমন খুশি নন, তেমনই কেউ বলছেন দারুণ ফুটবলার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন