‘ভাইপো’ অনুপমের বিস্ফোরক দাবি, ৪ হাজার কোটির বেশি মালিক অনুব্রত

বিজেপিতে থেকেও একসময়ে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)-এর বাড়িতে গিয়ে দেখা করে এসেছিলেন বিজেপি নেতা অনুপম হাজরা (Anupam Hazra)। সেইসঙ্গে হাসিমুখে দুজনের ছবি ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যজুড়ে। এমনকি সেইসময়ে অনুব্রত মণ্ডলকে কাকু বলেও সম্বোধন করেছিলেন। কিন্তু এখন সেসব অতীত।

বর্তমানে গরু পাচারকাণ্ডে সিবিআই হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। আর এবার সেই ‘কাকু’র উদ্দেশ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা অনুপম হাজরা। তিনি বলেন, ‘সম্পত্তির বহরে পার্থকে টেক্কা দেবে কেষ্ট। সিবিআই ৪৫ টি সম্পত্তির হদিশ পেলেও আসলে সেটা ৪৫০ হবে। বীরভূম জেলার অর্থনীতির ৯০ শতাংশ কেষ্টবাবুর ওপর নির্ভর করে। নোটবন্দির সময়ে কেষ্টবাবু বীরভূমে যত সোনার দোকান ছিল, এই সোনার দোকান সন্ধ্যেবেলায় বন্ধ হওয়ার পর, সমস্ত সোকান খুলিয়ে পুরানো টাকা দিয়ে সোনা কিনেছিলেন।’

   

তিনি আরও বলেন, ‘এই কেষ্ট ঠাকুরের বীরভূমকে নপ্তুন করে রবীন্দ্রনাথের বীরভূমে পরিণত করার দায়িত্ব আমাদের। সেই প্রচেষ্টাই চলবে। এত তথ্য প্রমাণ রয়েছে কেষ্টবাবু, পার্থবাবুকেও ছাড়িয়ে যাবেন। যদি র‍্যাঙ্কিং করা যায়, তাহলে সম্পত্তির দিকে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেষ্ট বাবু রয়েছেন। উনি এখনও অবধি যা কামিয়েছেন, তাতে দেখা গেছে তিনি থেকে ৪ হাজার কোটি টাকার মালিক অনুব্রত মণ্ডল। তবে এটা আনুমানিক এবং এটা কমপক্ষে বলেও দাবি করেছেনহ তিনি। এর থেকে বেশীও হতে পারেন তিনি। অনুব্রত মণ্ডল দিয়ে শুরু হয়েছে শেষ হবে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন