North Korea: ফের মিসাইল ছুঁড়ে অট্টহাসি কিমের, জাপান সাগরে আতঙ্ক

North Korea Missile attack Japan sea

মর্কিন যুক্তরাষ্ট্র (US) এবং দক্ষিণ কোরিয়ার (South Korea) যৌথ মিসাইল চার্জের (missile) জবাব দিলেন কিম জং উন। এবার দুটি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে (North Korea) উত্তর কোরিয়া। গত দু সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে ষষ্ঠবারের মতো মিসাইল ছুড়ল পরমাণু শক্তিধর দেশটি।

বিবিসির খবর,উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে জোড়া মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে। প্রতিবেশি দেশ দক্ষিণ কোরিয়া এমনই দাবি করেছে। জাপান সাগর অভিমুখে মিসাইল দুটি উৎক্ষেপণ করা হয়।

   

জাপানের সংবাদ সংস্থা কিয়োডো জানাচ্ছে, প্রথম মিসাইলটি প্রায় ৩৫০ কিলোমিটার পথ অতিক্রম করে। দ্বিতীয়টির রেঞ্জ ছিল ৮০০ কিলোমিটার। এর আগে জাপানের উপর দিয়ে মিসাইল ছুঁড়েছিল উত্তর কোরিয়া। এর জেরে জাপানে জারি হয়েছে সতর্কতা। এই ঘটনার পর দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র পরপর মিসাইল ছুঁড়েছিল। এবার ফের উত্তর কোরিয়ার পালা।

উত্তর কোরিয়া সরকার । বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ার পাল্টা পদক্ষেপ হিসেবে এই মিসাইল দুটি উৎক্ষেপণ করা হয়। সামরিক নজরদারি ও পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে।

সবমিলে জাপান সাগরে তীব্র উত্তেজনা। সেই উত্তেজনার ঢেউ ছড়িয়েছে প্রশান্ত মহাসাগর জুড়ে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন