Nobel Prize: আসছে বিশ্বজোড়া মন্দা, আর্থিক সংকট গবেষণায় নোবেল জয়ী তিন অর্থনীতিবিদ

অর্থনীতিতে ২০২২ সালের নোবেল পুরস্কার (Nobel Prize) পাচ্ছেন বেন এস বার্নাঙ্ক, ডগলাস ডব্লিউ ডায়মন্ড এবং ফিলিপ এইচ ডিবভিগ। নোবেল কমিটি জানিয়েছে ব্যাঙ্ক ও আর্থিক সংকটের…

Nobel

অর্থনীতিতে ২০২২ সালের নোবেল পুরস্কার (Nobel Prize) পাচ্ছেন বেন এস বার্নাঙ্ক, ডগলাস ডব্লিউ ডায়মন্ড এবং ফিলিপ এইচ ডিবভিগ।

নোবেল কমিটি জানিয়েছে ব্যাঙ্ক ও আর্থিক সংকটের ওপরে গবেষণার জন্য এবারের নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে এই তিন মার্কিন অর্থনীতিবিদকে।

   

বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থ ভান্ডার আগেই সতর্কতা দিয়েছে, ২০২৩ সাল থেকে দীর্ঘ মন্দার কবলে ঢুকছে বিশ্ব। এর জন্য উন্নয়নশীল বিভিন্ন দেশকে সতর্কতামূলক পদক্ষেপ নিতে বলা হয়েছে। এবারে অর্থনীতিতে নোবেল জয়ী তিন অর্থনীতিবিদের আর্থিক সংকট নিয়ে গবেষণা এক্ষেত্রে দিশা দেখাবে বলে মনে করা হচ্ছে

নোবেল কমিটি জানাচ্ছে, সোমবার চিকিৎসাশাস্ত্রে নোবেল দেওয়া হয়েছে।  মঙ্গলবার পদার্থ বিজ্ঞানে নাম ঘোষিত হয়। বুধবার রসায়নে নোবেল জয়ী নাম ঘোষণা করা হয়,  বৃহস্পতিবার সাহিত্য ও শুক্রবার শান্তিতে নোবেল প্রাপকদের নাম ঘোষণা করে হলো। ১০ অক্টোবর শেষ দিন অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হলো।

বিবিসির খবর, নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেলজয়ীদের নাম প্রকাশ করে। ৫০ বছর ধরে পুরস্কার ঘোষণার আগে মনোনীতদের নাম গোপন রাখার নিয়ম চলে আসছে।

সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ দিয়ে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। বিশ্ব শ্রেষ্ঠ এই পুরষ্কার। প্রতিবছর চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি এই বিভাগগুলিতে নোবেল দেওয়া হয়।