Monday, December 8, 2025
HomeWest Bengalদুর্নীতির স্বর্গরাজ্যে আত্মহত্যা না করে বাম যুবদের মঞ্চে লড়াই করুন: Md Salim

দুর্নীতির স্বর্গরাজ্যে আত্মহত্যা না করে বাম যুবদের মঞ্চে লড়াই করুন: Md Salim

- Advertisement -

চাকরি না পেয়ে আত্মহত্যা করেছেন লালগোলার এক যুবক আব্দুর রহমান। তিনি আত্মহত্যার (suicide) আগে চিঠি লিখে নিজের অসহায় পরিস্থিতির বিবরণ ও দুর্নীতির কথা লিখেছেন। লালগোলায় (Lalgola) গিয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন (CPIM) সিপিআইএমের যুব নেতারা।

পরিস্থিতি ভয়াবহ বলে তৃ়ণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, উৎসবের আবহে রাজ্যে চাকরি নিয়োগ দুর্নীতি সব আনন্দকে ম্লান করে দিচ্ছে। নিয়োগ দুর্নীতির স্বর্গরাজ্য পশ্চিমবঙ্গ।

   

সেলিম বলেন, চাকরি না পেয়ে আর কেউ আত্মহত্যা করবেন না। লালগোলার আব্দুর রহমানের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তবে আব্দুর রহমানের পথ ঠিক না। আত্মহত্যা নয় বরং কর্মসংস্থানের দাবিতে বাম যুব ছাত্ররা যেভাবে সরকারের বিরুদ্ধে তীব্র গণআন্দোলনে গড়ে তুলেছেন তাদের সঙ্গে সবাইকে সামিল হতে আহ্বান করছি।

মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা আব্দুর রহমান আত্মঘাতী হওয়ার পর এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। আত্মঘাতী আব্দুরের সুইসাইড নোটে লেখা আছে চাকরি পেতে দালাল চক্রের কথা। মৃতের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, তৃ়ণমূল কংগ্রেসের নেতারা চাকরি দেওয়ার নামে দালাল চক্র চালাচ্ছে। সেই দালালদের হাত ঘুরে টাকা যাচ্ছে বড় নেতাদের কাছে।

আত্মঘাতী আব্দুর রহমানের এলাকায় গুঞ্জন, চাকরি দেওয়ার নাম করে টাকা চেয়েছিল তৃণমূল আশ্রিত দালালরা। টাকা দিয়ে চাকরি হয়নি। টাকা ফেরত চেয়ে না পাওয়ার পরই আব্দুর রহমান অবসাদে ভেঙে পড়ে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular