Omicron: যে ধরণের মাস্ক পরলে চিন্তামুক্ত থাকবেন

Corona west bengal

News Desk: বছর শেষে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনা। ডেল্টার পর এবার কাঁপুনি ধরাচ্ছে ওমিক্রন। ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হচ্ছে ওমিক্রন গ্রাফ। কোন ধরনের মাস্ক পরলে ওমিক্রন থেকে বাঁচবেন তা নিয়েই সামনে আসছে নানা তথ্য।

করোনা আবহের প্রথম দিকে চিকিৎসকরা জানিয়েছিলেন, N95 মাস্ক  সবচেয়ে বেশি কার্যকর। করোনা ঠেকানোর ব্যাপারে। তবে ক্লিনিক্যাল মাস্ক বা সার্জিক্যাল মাস্ক দারুণ কাজ দেয়।

   

এর মাঝে পাতলা কাপড়ের মাস্ক বাজারে ছড়িয়ে পড়ে। রংবেরঙের মাস্কে মুখ ঢাকেন সবাই। কিন্তু চিকিৎসকদের মতে, পাতলা কাপড়ের মাস্ক মোটেই এক্ষেত্রে কার্যকরী নয়। এই ধরণের মাস্ক শুধুই ফ্যাশন।   ওমিক্রন আটকাতে মোটেই পারবে না।

কাপড়ের মাস্ক বড় আকারের ড্রপলেট আটকাতে পারলেও ছোট ড্রপলেট আটকাতে সমর্থ নয়। এক্ষেত্রে KN95 বা N95 মাস্কই সবচেয়ে বেশি কার্যকর। তবে এই মাস্ক কেনার সময় অবশ্য সঠিক মাপের কেনা উচিত। যাতে মুখ ও নাক সঠিকভাবে ঢাকা থাকে।

গবেষণায় এসেছে কাপড়ের মাস্ক ৭৫ শতাংশ সুরক্ষা দিতে পারে। N95 মাস্ক ৯৫ শতাংশ সুরক্ষা দিতে সমর্থ। ওমিক্রনের থাবা আটকাতে তাই এমন মাস্ক ব্যবহার করতেই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সঙ্গে অবশ্যই নিয়মিত স্যানিটাইজার ব্যবহারের কথাও জানিয়েছেন তারা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন