জেলেই থাকতে হবে মায়ানমারের (Myanmar) ক্ষমতাচ্যুত নেত্রী সু কি-কে (Suu Kyi)। নির্বাচনে জালিয়াতির (election fraud) অভিযোগে দেশটির সামরিক সরকার নিয়ন্ত্রিত আদালতত দোষী সাব্যস্ত করেছে তাঁকে।
বিবিসির খবর, মায়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অাউং সান সু কি কে এবারের শুনানিতে ৩ বছরের সশ্রম কারাদণ্ডের শাস্তি দিয়েছে সেনা সরকার।
রয়টার্সের খবর এখন পর্যন্ত রায় ঘোষণা করা বিভিন্ন মামলায় সু কিকে ১৭ বছরেরও বেশি করাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। নোবেল জয়ী সু কি সব অভিযোগ অস্বীকার করেছেন।
বিবিসির খবর, ২০২০ সালে মায়ানমারের সাধারণ নির্বাচনে জালিয়াতি, হুমকির অভিযোগে সু কি’র বিরুদ্ধে এই শাস্তির রায় দেওয়া হয়েছে।
মায়ানমারের সামরিক সরকার সু কির বিরুদ্ধে প্রায় এক ডজনের বেশি মামলা দায়ের করেছে। ১৮টি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। রাজধানী নেপিদের সেনা নিয়ন্ত্রিক আদালতে সেসব মামলার বিচার চলছে।
গত বছর ফেব্রুয়ারি মাসে রক্তপাতহীন অভ্যুত্থানে বর্মী সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে রক্তাক্ত মায়ানমার। সু কি’র সমর্থক ও দেশটির কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লাগাতার সংঘর্ষ চলছে বর্মী সেনার। আর সু কি জেলে বন্দি। গণহত্যার পরপর ঘটনা আসছে মায়ানমার থেকে।