Myanmar: বন্দি সু কি’র দুই সহযোগীকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল বর্মী সেনা সরকার

Myanmar sentences lawmaker from Aung San Suu Kyi’s party to death

মায়ানমারের (Myanmar) বন্দি নেত্রী আউং সান সু কি-এর দুই রাজনৈতিক সহযোগীকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল দেশটির সামরিক সরকার। ক্ষমতাচ্যুত ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) দুই কর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির সামরিক আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের একজন ফিও জেয়র থাও প্রাক্তন সংসদ সদস্য। মায়ানমারের সন্ত্রাসবিরোধী আইনের অধীনে তাকে প্রাণদণ্ডের সাজা শোনানো হয়েছে। গত বছর নভেম্বর মাসে তাকে গ্রেফতার করা হয়।

Advertisements

গত বছর ফেব্রুয়ারি মাসে আচমকা মায়ানমারের অভ্যুত্থান চালায় বর্মী সেনা। বিপুল ভোটে জয়ী সু কি ও তাঁর দল নতুন সরকার গড়ার আগেই সেনাবাহিনীর হাতে বন্দি হন। সু কি এখন সেনা ঘেরাটোপে বন্দি। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগ এনে বিচার চালাচ্ছে সামরিক সরকার। মায়ানমারে সামরিক সরকারের প্রধান জেনারেল মিং অন হ্লাইং দাবি করেছেন নির্দিষ্ট সময়ে সেনাবাহিনী ক্ষমতা ছেড়ে দেবে। ফের নির্বাচন হবে।

Advertisements

নোবেল জয়ী মায়ানমারের প্রাক্তন সর্বোচ্চ নেত্রী সু কি তাঁর দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার ডাক দিয়েছেন। এদিকে সামরিক সরকার সে দেশজুড়ে দমননীতি চালাচ্ছে। বর্মী সেনা রাষ্ট্রক্ষমতা দখলের পর গণতন্ত্র ফেরানোর রক্তাক্ত আন্দোলন চলছে মায়ানমারে।সেনা বাহিনীর গুলিতে প্রায় দেড় হাজার মানুষ নিহত।