বিজেপিতেই রয়েছেন মুকুল রায়, জানিয়ে দিলেন অধ্যক্ষ

মুকুল রায়ের (Mukul Roy) বিধায়ক পদ খারিজের দাবিতে অধ্যক্ষের কাছে অভিযোগ জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার দীর্ঘ শুনানির পর মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের…

Mukul Roy

মুকুল রায়ের (Mukul Roy) বিধায়ক পদ খারিজের দাবিতে অধ্যক্ষের কাছে অভিযোগ জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার দীর্ঘ শুনানির পর মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। তিনি সাফ জানিয়ে দেন, মুকুল রায় বিজেপিতেই রয়েছেন।

গত ১১ ফেব্রুয়ারি এই একই কথা জানিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু স্পিকারের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারীরা। আদালতের তরফে বিষয়ে পুনরায় বিবেচনার জন্য স্পিকারের কাছে পাঠানো হয়েছিল।

   

দীর্ঘ শুনানি পর্বে দুই পক্ষের মতামত শোনেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর আইনজীবীর তরফে মুকুল রায়ের তৃণমূলে যোগদানের একাধিক ছবি ও ভিডিও তুলে ধরা হয়েছিল৷ আদালতের সুপারিশে চারটি শুনানি পর্ব মিটতেই রায়দান করলেন স্পিকার৷

উল্লেখ্য, গত বছর বিধানসভা নির্বাচনের পর ১১ জুন তৃণমূলে যোগদান করেন মুকুল রায়। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে তখন থেকেই সরব হয়েছিলেন শুভেন্দুরা। কিন্তু স্পিকারের তরফে জানিয়ে দেওয়া হয়, মুকুল রায় যে তৃণমূলে যোগদান করেছেন, সেবিষয়ে পোক্ত তথ্য নেই। আজ স্পিকারের নির্দেশের পর কী ফের আদালতের দ্বারস্থ হবেন শুভেন্দু? সেটাই এখন দেখার।