Ukraine War: ইউক্রেনে পণবন্দি রয়েছেন ৩ হাজারেরও বেশি ভারতীয়, দাবি পুতিনের

ইউক্রেনের সেনা ভারতীয় পড়ুয়াদের পণবন্দি করে রেখেছে বলে দিন দুই আগেই অভিযোগ তুলেছিল রাশিয়া। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে তিন হাজারেরও বেশি ভারতীয়…

Ukraine War: ইউক্রেনে পণবন্দি রয়েছেন ৩ হাজারেরও বেশি ভারতীয়, দাবি পুতিনের

ইউক্রেনের সেনা ভারতীয় পড়ুয়াদের পণবন্দি করে রেখেছে বলে দিন দুই আগেই অভিযোগ তুলেছিল রাশিয়া। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে তিন হাজারেরও বেশি ভারতীয় ছাত্রকে আটক করে রাখা হয়েছে।

ইউক্রেনের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেছেন, শুধু ভারতীয় নয়, চিনা শিক্ষার্থীদেরও আটক করে রাখা হচ্ছে। ইউক্রেন বিদেশিদের সরিয়ে নিতে দেরি করার চেষ্টা করছে। ফলে ইউক্রেন হুমকির মুখে পড়ছে বলেও দাবি করেছেন পুতিন।

বুধবার রাশিয়া দাবি করে, ইউক্রেন ভারতীয় ছাত্রদের আটকে রাখছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক একটি বিবৃতিতে জানানো হয়, রাশিয়া যখন খারকিভ থেকে ভারতীয় ছাত্রদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল তখন ইউক্রেনের বাহিনী ভারতীয়দের পণবন্দি করে। রাশিয়ার তরফে বিবৃতিতে বলা হয়, “আমাদের তথ্য অনুসারে, খারকিভে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জোর করে ভারতীয় ছাত্রদের একটি বড় দলকে আটকে রেখেছে। তারা ইউক্রেন অঞ্চল ছেড়ে বেলগোরোডে যেতে চায়৷ ইউক্রেন তাদের সেই অঞ্চলের মধ্য দিয়ে যাওয়ার প্রস্তাব দেয় যেখানে লড়াই চলছে বেশি। রাশিয়ার সশস্ত্র বাহিনী ভারতীয় নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত। ভারতীয়দের সামরিক পরিবহন বিমান বা ভারতীয় বিমান দিয়ে রাশিয়ার ভূখণ্ড থেকে দেশে আনার প্রস্তাবও দিয়েছে রাশিয়া।

Advertisements

এদিকে, ইউক্রেন বিদেশ মন্ত্রকের তরফে অভিযোগ করা হয়েছে যে ভারত, পাকিস্তান, চিন এবং অন্যান্য দেশের ছাত্ররা সশস্ত্র রুশ বাহিনীর হাতে পণবন্দি হয়ে পড়েছে।