Monkeypox: পশ্চিমবঙ্গে মাঙ্কিপক্স ঢোকার আশঙ্কায় বাংলাদেশ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা

আফ্রিকা হয়ে ইউরোপ ও বিশ্ব জুড়ে মাঙ্কিপক্স (Monkeypox) ছড়াচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে ভারতে এই পক্সের প্রাদুর্ভাব হতে পারে। এরপরই বাংলাদেশ সরকার জারি করেছে…

Monkeypox: পশ্চিমবঙ্গে মাঙ্কিপক্স ঢোকার আশঙ্কায় বাংলাদেশ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা

আফ্রিকা হয়ে ইউরোপ ও বিশ্ব জুড়ে মাঙ্কিপক্স (Monkeypox) ছড়াচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে ভারতে এই পক্সের প্রাদুর্ভাব হতে পারে। এরপরই বাংলাদেশ সরকার জারি করেছে সতর্কতা। ঢাকা সহ দেশের সব বিমান বন্দর ও জাহাজ বন্দর এই সতর্কতার আওতায় পড়ল।

বাংলাদেশ সীমাম্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে মাঙ্কিপক্স রোধে বিমান বন্দরে জারি করেছে সতর্কতা। মাঙ্কিপক্স লক্ষণ দেখামাত্র ব্যক্তিকে আইসোলেশন নিয়ে যেতে হবে এমন নির্দেশ জারি হয়েছে।

কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সরকার সীমান্তবর্তী সব চেকপোস্টে জারি করেছে বিশেষ পরীক্ষা। দিনাজপুরের বাংলা হিলি, খুলনার বেনাপোল ও সাতক্ষীরা, রংপুরের বাংলাবান্ধা, রাজশাহির সোনা মসজিদ দিয়ে যাতায়াত বেশি। ফলে এই সীমান্তগুলিতে থাকছে পরীক্ষা সহ বিশেষ নজরদারি।

Advertisements

এখন পর্যন্ত ইউরোপে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী বেশি পাওয়া গেছে। ইউরোপের ব্রিটেন, স্পেন, জার্মানি, পর্তুগাল, বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইতালি ও সুইডেনে এ রোগে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় এই রোগে আক্রান্ত রোগী পাওয়া গেছে।