Covid 19: মোলনুপিরাভির খেলেই মরবে করোনা, খাওয়ার নিয়ম জানেন কি?

News Desk : ওমিক্রন যখন চোখ রাঙাচ্ছে বিশ্বজুড়ে, তখনই মোলনুপিরাভিরের অনুমোদন ভারতবাসীর কাছে এনে দিল কিছুটা স্বস্তির সংবাদ। শুধু করোনার মোকাবিলা করতে বাড়িতে বসেই জলের…

third wave may not come: Experts

short-samachar

News Desk : ওমিক্রন যখন চোখ রাঙাচ্ছে বিশ্বজুড়ে, তখনই মোলনুপিরাভিরের অনুমোদন ভারতবাসীর কাছে এনে দিল কিছুটা স্বস্তির সংবাদ। শুধু করোনার মোকাবিলা করতে বাড়িতে বসেই জলের সঙ্গে গুলে খাওয়া যাবে, এমন ওষুধ ব্রিটেন, আমেরিকা, বাংলাদেশ সহ একাধিক দেশে আগে অনুমোদন পেলেও এই প্রথমবার ভারতে স্বীকৃতি পেল। ভারতের বাজারে এই মোলনুপিরাভিরের পোশাকি নাম হবে, মোলক্সভির।

   

কী এই মোলনুপিরাভির?

মূলত এটি কোভিডের অ্যান্টি ভাইরাল পিল হিসেবে কাজ করবে। ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশেনের নির্দেশ অনুসারে, করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর উপসর্গ দেখা দেওয়ার দিন পাঁচেকের মধ্যে এই ওষুধ খেতে পারলে, সবথেকে ভালো কাজ হবে। মনে করা হচ্ছে, এই ওষুধ লাভদায়ক হবে যে কোনও ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই। মোলনুপিরাভির বাজারে প্রথম আনে মার্কিন সংস্থা মার্ক অ্যান্ড রিজব্যাক বায়োথেরাপিউটিকস।

কারা খাবেন, কী ভাবে খাবেন?

আক্রান্ত ব্যক্তিকে বাড়িতে রাখা সম্ভব হলে, সেই ব্যক্তিকে দিনে দু বার মোলনুপিরাভির পাঁচ দিন পর্যন্ত দেওয়া যেতে পারে। দুটি ওষুধ খাওয়ার মাঝে থাকতে হবে ১২ ঘণ্টার ব্যবধান। করোনা আক্রান্তের শরীরে অক্সিজেনের মাত্রা যদি ৯৩ শতাংশের নীচে নেমে যায়, সে ক্ষেত্রে ওই ওষুধ চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে।

কারা খেতে পারবেন না ?

এই ওষুধ খেতে পারবে না শিশু বা ১৮ বছরের কম বয়সীরা । যদি আক্রান্তকে অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, সে ক্ষেত্রে এই ওষুধ দেওয়া যাবে না।একটানা পাঁচদিনের বেশি ওষুধটি কখনও খাওয়া যাবে না। গর্ভবতী মহিলারদের ক্ষেত্রে ওষুধে নিষেধাজ্ঞা আছে। কারণ, মোলনুপিরাভির খেলে সন্তানের জন্মের সময় প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।