কোথায় ও কখন হতে পারে মোহনবাগান বনাম গোয়া ম্যাচ?

আগামী ১৬ সেপ্টেম্বর থেকে এএফসি চ্যাম্পিয়নস লিগ টুয়ের অভিযান শুরু করছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। শেষ সিজনে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের মেলে ধরার খুব একটা…

Mohun Bagan vs FC Goa Friendly Match Set for September 9 at Kishore Bharati Stadium

আগামী ১৬ সেপ্টেম্বর থেকে এএফসি চ্যাম্পিয়নস লিগ টুয়ের অভিযান শুরু করছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। শেষ সিজনে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের মেলে ধরার খুব একটা সুযোগ না মিললেও এবার নিজেদের প্রমাণ করার চ্যালেঞ্জ সবুজ-মেরুনের। তাই এবারের ডুরান্ড কাপের পর থেকেই জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন স্প্যানিশ কোচ হোসে মোলিনা। সাহাল আব্দুল সামাদ থেকে শুরু করে অনিরুদ্ধ থাপার মতো ভারতীয় ফুটবলারদের পাশাপাশি জেমি ম্যাকলারেন ও জেসন কামিন্সের মতো ফুটবলাররা ও রয়েছেন বর্তমানে দারুন ছন্দে। সেইসাথে গত কয়েকদিন আগেই শহরে এসেছেন ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহো‌।

তারপর খুব একটা সময় নষ্ট করেননি এই তারকা। পরের দিন থেকেই নেমে পড়েছেন দলের অনুশীলনে। বলতে গেলে এএফসির মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার আগে এবার পূর্ণ শক্তিতে অনুশীলন চালাচ্ছে মেরিনার্সরা। এএফসির নির্ধারিত সময় সূচি অনুযায়ী দেখলে আগামী ১৬ই সেপ্টেম্বর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথম ম্যাচ খেলতে নামবে শুভাশিস ব্রিগেড। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আহাল এফসি। লড়াইটা যে সহজ হবে না সেটা বলাই চলে। সেইকথা মাথায় রেখেই খেলোয়াড়দের সব রকম ভাবে প্রস্তুত করছেন দলের ফুটবলাররা। তবে আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরু করার আগে নিজেদের শক্তি পরোখ করে নেওয়ার পরিকল্পনা রয়েছে বাগানের।

   

সেজন্য, আগামী ৯ই সেপ্টেম্বর মানোলো মার্কুয়েজের এফসি গোয়ার (FC Goa) সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে হোসে মোলিনার মোহনবাগান। বলাবাহুল্য, মোহনবাগানের পরের দিন এএফসির অভিযান শুরু করতে চলেছে গতবারের সুপার কাপ জয়ী গোয়া। তাঁদের প্রথম ম্যাচ রয়েছে আলজাওরা স্পোর্টস ক্লাবের সঙ্গে। প্রতিপক্ষ দলের সাথে পাল্লা দিয়ে লড়াই করে জয় ছিনিয়ে নেওয়া যে কতটা কঠিন সেটা ভালো মতোই বুঝতে পারছেন জাতীয় দলের প্রাক্তন কোচ। তাই নিজেদের দলের ফুটবলারদের ভালো মতো দেখে নেওয়ার পাশাপাশি ভুল ত্রুটি গুলি শুধরে নেওয়ার পরিকল্পনা থাকবে মানোলোর।

Advertisements

পূর্বেই জানা গিয়েছিল যে কলকাতার বুকে আয়োজিত হবে এই ফুটবল ম্যাচ। তবে ভেন্যু নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। তবে শেষ পাওয়া তথ্য অনুযায়ী আগামী ৯ তারিখ কিশোর ভারতী স্টেডিয়ামের বুকে আয়োজিত হতে চলেছে এই প্রস্তুতি ম্যাচ। সব ঠিকঠাক থাকলে হয়তো সকাল ১০টা থেকে শুরু হতে পারে এই খেলা। তবে এই ম্যাচে আদৌও সমর্থকরা উপস্থিত থাকতে পারবেন কিনা সেটা এখনও জানা যায়নি।