দলবদল ইস্যুতে লাল-হলুদের আনোয়ারকে নিয়ে ‘বিরাট’ পদক্ষেপ বাগানের!

mohun-bagan-anwar-ali-transfer-dispute-fifa-complaint

ভারতীয় ফুটবলে আনোয়ার আলি ইস্যু ঘিরে উত্তেজনা তুঙ্গে। প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি থেকে শুরু করে অ্যাপিল কমিটি, কোথাও যেন মেলাতে পারছে না সমাধানের পথ। একের পর এক শুনানি পেছনো, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব এবং প্রশাসনিক অচলাবস্থায় চরম ক্ষুব্ধ হয়ে এবার ফিফা ও এএফসির দ্বারস্থ হল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)।

বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে খালিদের বিদেশি চমক, সঙ্গে ইস্টবেঙ্গলের ৪

   

গত শুক্রবার ফেডারেশনের অ্যাপিল কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা থাকলেও সেটিও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। ঠিক এই জায়গাটিতেই ক্ষোভ ফেটে পড়ে সবুজ-মেরুন শিবিরের। তাঁদের অভিযোগ ইস্যুটি স্পষ্ট হলেও ফেডারেশন অকারণে সময় নষ্ট করছে এবং ক্লাবের স্বার্থ ক্ষুণ্ণ করছে।

মোহনবাগানের পক্ষ থেকে ফিফার সেক্রেটারি জেনারেল ম্যাতিয়াস গ্র্যাফসট্রম এবং এএফসির সেক্রেটারি জেনারেল দাতুক উইন্ডসোর জনকে পাঠানো হয়েছে ছয় পাতার একটি বিস্তারিত চিঠি। সেখানে উল্লেখ করা হয়েছে—

আনোয়ার আলির দলবদল নিয়ে বিতর্ক

মোহনবাগানের সঙ্গে তাঁর লোন চুক্তি

দিল্লি এফসি ও ইস্টবেঙ্গলের সংশ্লিষ্টতা

দীর্ঘদিন ধরে সিদ্ধান্তহীন অবস্থায় আটকে থাকা শুনানির বিষয়

মোহনবাগানের বক্তব্য—ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি ও অ্যাপিল কমিটি ইস্যুটি নিয়ে দায়িত্বজ্ঞানহীনভাবে বিলম্ব করছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর নজরে আনতেই তাঁদের এই পদক্ষেপ।

আনোয়ার আলি বিতর্ক: কোথা থেকে শুরু?

আনোয়ার আলি মরশুমের মাঝপথে মোহনবাগানের সঙ্গে লোন চুক্তি ভেঙে ইস্টবেঙ্গলে যোগ দেন। বিষয়টি সামনে আসতেই প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি কঠোর সিদ্ধান্ত নেয়। আনোয়ারকে দেওয়া হয় চার মাসের নির্বাসন। দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলকে দু’টি ট্রান্সফার উইন্ডোতে নিষেধাজ্ঞা।
তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যান আনোয়ার ও সংশ্লিষ্ট পক্ষ। আদালতের নির্দেশে ফেডারেশনকে বিষয়টি পুনরায় শুনানির নির্দেশ দেওয়া হয়। এরপর শুরু হয় নতুন শুনানি, কিন্তু সেখানেও তৈরি হয় অচলাবস্থা, কোনও সিদ্ধান্তই নেয়নি কমিটি।

শুক্রবারের শুনানিও পিছিয়ে যাওয়া যেন শেষ আশাটুকুকেও নিভিয়ে দেয়। মোহনবাগান মনে করছে—ফেডারেশন ইস্যুতে সঠিক সিদ্ধান্ত নিতে অনিচ্ছুক। এরফলে ক্লাবের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে এবং আনোয়ারের দলবদলের কারণে মোহনবাগান বড় অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হয়েছে। তাই ক্ষতিপূরণ হিসেবেও তারা বিপুল অঙ্ক দাবি করেছে।

বর্তমানে আনোয়ার আলি কোথায়?

এই মুহূর্তে আনোয়ার আলি ইস্টবেঙ্গলের জার্সিতে খেলছেন। মাঠে তাঁর পারফরম্যান্স নিয়ে আলাদা বিতর্ক না থাকলেও দলবদলের পর্বটি ভারতীয় ফুটবলের প্রশাসনিক অগোছালোপনা আবারও সামনে এনে দিয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন